ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

সৌদি আরব

প্রসাফ’র বিজয় মেলা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

সৌদি আরব করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৬ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৫
প্রসাফ’র বিজয় মেলা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

রিয়াদ: সৌদি আরব প্রবাসী সাংবাদিক ফোরামের (প্রসাফ) উদ্যোগে শুক্রবার (১১ ডিসেম্বর) শুরু হতে যাচ্ছে ‘বিজয় মেলা-২০১৫’।

এদিন দুপুরে (বাদ জুমা) রিয়াদের আল কাছিম রোডের ইস্তেরাহা আল নাখিল এলাকায় (আল ইয়ামামা ইউনিভার্সিটির পাশে) এ মেলার উদ্বোধন করা হবে।

তাই মেলা প্রাঙ্গণে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) রাতে মেলা প্রাঙ্গণ ঘুরে দেখা যায়, স্টল, মঞ্চসহ আনুসাঙ্গিক কাজ প্রায় শেষ পর্যায়ে।

মেলায় স্থান পেয়েছে বই, ফুল, দেশিয় পিঠাপুলিসহ অন্যান্য খাবারের দোকান, মোবাইল ফোন, ব্যাংক, হাসপাতালসহ প্রায় ৩০টি স্টল।

প্রসাফ’র সভাপতি আবুল বশির বাংলানিউজকে বলেন, আমাদের প্রস্তুতি প্রায় শেষ। বিজয় মেলায় যোগ দিতে ইতোমধ্যে জেদ্দা, মদিনা, দাম্মাম, আল কাছিম, হাইলসহ বিভিন্ন প্রদেশ থেকে বাংলাদেশি সাংবাদিক এবং কমিউনিটি নেতারা আসতে শুরু করেছেন।

মেলার বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে রিয়াদ প্রবাসী শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। টিকিট ছাড়াই এ আয়োজন উপভোগ করা যাবে।

বাংলাদেশ সময়: ২৩২৫ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৫
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সৌদি আরব এর সর্বশেষ