ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

সৌদি আরব

অর্থমন্ত্রী সৌদি আরব যাচ্ছেন সোমবার

সৌদি আরব করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১১ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৫
অর্থমন্ত্রী সৌদি আরব যাচ্ছেন সোমবার অর্থমন্ত্রী ড. আবুল মাল আব্দুল মুহিত

রিয়াদ: তিন দিনের সরকারি সফরে সৌদিআরবে আসছেন অর্থমন্ত্রী ড. আবুল মাল আব্দুল মুহিত।  

সোমবার (২৪ নভেম্বর) স্থানীয় সময় রাত পৌনে ৮টায় এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে রিয়াদ বাদশা খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন তিনি।



রিয়াদে বাংলাদেশ দূতাবাসের ইকনোমিক কাউন্সিলর ড. আবুল হাসান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় সৌদি অর্থমন্ত্রী ইব্রাহীম বিন আব্দুল আজিজ আল আসসাফের সঙ্গে বাংলাদেশের অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার কথা রয়েছে। ওইদিন সন্ধ্যায় রিয়াদ চেম্বার নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করবেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

জেদ্দায় আইডিবির সদর দফতরে একটি এমওইউ চুক্তি স্বাক্ষর করবেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

সফরে এফবিসিসিআই’র এক সদস্যসহ ৬ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন অর্থমন্ত্রী।

আগামী ২৭ নভেম্বর (শুক্রবার) ভোরে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তার দেশে ফেরার কথা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৯১২ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৫
বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সৌদি আরব এর সর্বশেষ