ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

সৌদি আরব

রিয়াদে বিপুল পরিমাণ মাদকসহ শ্রীলংকান নারী আটক

সৌদি আরব করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৯ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৫
রিয়াদে বিপুল পরিমাণ মাদকসহ শ্রীলংকান নারী আটক

রিয়াদ: সৌদি আরবের রাজধানী রিয়াদে বিপুল পরিমাণ মাদকসহ শ্রীলংকান এক নারীকে আটক করেছে স্থানীয় পুলিশ।

সম্প্রতি পূর্ব রিয়াদের ফায়হা এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।



পুলিশ জানায়, স্থানীয় একজনের দেওয়া তথ্যের ভিত্তিতে ওই বাসায় অভিযান চালিয়ে ৭ ভ্যারেল মদ এবং ৫০ বোতল দেশিয় মদসহ শ্রীলংকান ওই নারীকে আটক করা হয়।

পুলিশের ভাষ্যমতে, স্থানীয় একজন নাগরিক আমাদেরকে জানিয়েছেন তার পাশের একটি বাসা থেকে নোংরা গন্ধ আসছিলো। নাগরিক সেটা ওই বাড়িতে জানানোর জন্য দরজায় নক করলে সেটি বন্ধ পেয়ে থানায় খবর দেন। প্রাপ্ত খবরের ভিত্তিতে পুলিশ অনুসন্ধান চালিয়ে সত্যতা নিশ্চিত হওয়ার পর সেখানে অভিযান পরিচালনা করে।

রিয়াদ পুলিশের মুখপাত্র কর্ণেল ফাইয়াজ আল মাইমাম সাংবাদিকদের বলেন, অভিযুক্ত নারী বর্তমানে আল মানার থানায় আটক রয়েছেন।

তিনি আরো বলেন, তার সঙ্গে এই কাজে আর কারা কারা জড়িত আছে সেটা খোজে বের করার চেষ্টা করছে পুলিশ। অভিযানের সময় ওই নারীর বাসা থেকে বিপুল পরিমাণ অর্থ ও গয়না পাওয়া গেছে বলেও জানান মাইমাম।

তদন্ত শেষে উপযুক্ত শাস্তির জন্য তাকে আদালতে হাজির করা হবে জানিয়ে এই জাতীয় কোনো তথ্য পেলে স্থানীয় আইনশৃখলা রক্ষাকারী বাহীনিকে অবহিত করতে নাগরিক এবং অভিবাসীদের প্রতি আহ্বান জানান।  

বাংলাদেশ সময়: ১৮০৬ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৫
বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সৌদি আরব এর সর্বশেষ