ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

সৌদি আরব

সৌদি থেকে জেএসসিতে অংশ নিয়েছে ৩৬৪ জন

সৌদি আরব করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৮ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৫
সৌদি থেকে জেএসসিতে অংশ নিয়েছে ৩৬৪ জন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রিয়াদ: বাংলাদেশের সঙ্গে সময় ও তারিখ ঠিক রেখে সৌদি আরবেও শুরু হয়েছে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা।

রোববার (০১ নভেম্বর) স্থানীয় সময় সকাল ৭টায় সৌদি আরবের দু’টি কেন্দ্রে (বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ রিয়াদ বাংলা শাখা ও বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ জেদ্দা বাংলা শাখায় এ পরীক্ষা শুরু হয়।



এ বছর রিয়াদ কেন্দ্র থেকে ১শ ৪৭ জন ও জেদ্দা কেন্দ্র থেকে ২শ ১৭ জন শিক্ষার্থী জেএসসিতে অংশ নিয়েছে। এর মধ্যে, প্রথম দিন অনুপস্থিত রয়েছে রিয়াদে ছয় ও জেদ্দায় ১৪ জন।

প্রথম দিন জেদ্দা কেন্দ্র পরিদর্শন করেন জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটের কনসাল (শিক্ষা) রেজা ই রাব্বি। কেন্দ্র পরিদর্শন শেষে সার্বিক বিষয়ে সন্তোষ প্রকাশ করেন তিনি।

এদিকে, প্রথম দিন রিয়াদ কেন্দ্র পরিদর্শন করেন দুতাবাসের কাউন্সিলর (শ্রম) সারওয়ার আলম। হল পরিদর্শনের দায়িত্ব পালন করেন সোনালী ব্যাংকের এজিএম আব্দুল ওয়াহাব।

বাংলাদেশ সময়: ১৭২৮ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৪
এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সৌদি আরব এর সর্বশেষ