ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

সৌদি আরব

দাম্মামে যুবদলের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সৌদি আরব করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৮ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৫
দাম্মামে যুবদলের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

রিয়াদ: দাম্মামে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে চট্টগ্রাম জেলা জাতীয়তাবাদী যুবদল (দাম্মাম), সৌদি আরব শাখা।

বুধবার (২৮ অক্টোবর) স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে কেক কাটার মাধ্যমে শুরু হয় সংগঠনটির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান।



চট্টগ্রাম জেলা যুবদলের সভাপতি নেয়ামত উল্লার সভাপতিত্বে ও জসিম উদ্দিন লিটনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাম্মাম মহানগর বিএনপির সভাপতি ইউসুফ আলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বখতিয়ার উদ্দিন, সামছুল আলম, মোজাম্মেল হোসেন সাগর, লুৎফর রহমান, রুবেল রানা তালুকদার, পারভেজ মোস্তফা, পিয়ারু আহমেদ ও সাজিত মুনছুর।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, হাফেজ আবদুল্লাহ, পিন্টু, সোহেল রানা, মোহাম্মদ আলম, নূরে আলম, মজুমদার ফরিদ, হাবিব, আনোয়ার, সোয়েব আহমেদ, ইসমাইল, মোরশেদ, মনির হোসেন, জিল্লুর রহমান, আলম, সেলিম শওকতসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতারা।

বক্তারা বর্তমান সরকারকে অবৈধ আখ্যা দিয়ে বিরোধীদলের নেতাকর্মীদের খুন, গুম ও মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদ জানান।

আলোচনা শেষে খালেদা জিয়ার শারীরিক সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

বাংলাদেশ সময়: ১৬২৭ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৫
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সৌদি আরব এর সর্বশেষ