ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

সৌদি আরব

বুধবার সৌদি যাচ্ছে স্থায়ী কমিটির প্রতিনিধিদল

সৌদি আরব করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০১৫
বুধবার সৌদি যাচ্ছে স্থায়ী কমিটির প্রতিনিধিদল

রিয়াদ: মেশিন রিডেবল পাসপোর্টের (এমআরপি) অগ্রগতি এবং দূতাসের বিভিন্ন কার্যক্রম পরিদর্শনে বুধবার (০৯ সেপ্টেম্বর) সৌদি আরব যাচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ১১ সদস্যের প্রতিনিধিদল।

রোববার (০৬ সেপ্টেম্বর) রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাসের মিশন উপ-প্রধান মো. নজরুল ইসলাম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।



তিনি জানান, পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ডা. দিপুমণির নেতৃত্বে প্রতিনিধি দলে সংসদ সদস্য অ্যাডভোকেট  সোহরাব উদ্দিন
(কিশোরগঞ্জ-২), কাজী নাবিল আহমেদ (যশোর ৩), রাজী মোহাম্মদ ফখরুল (কুমিল্লা-৪), সেলিম উদ্দিন (সিলেট-৫),  গোলাম ফারুক খন্দকার (পাবনা-৫), কর্নেল (অব.) ফারুক খান (গোপালগঞ্জ-১) ছাড়া আরও চারজন সরকারি কর্মকর্তা আছেন।

দূতাবাস সূত্র জানায়, রিয়াদ দূতাবাস এবং আউটসোর্সিং কোম্পানি আইরিশ করপোরেশন বারহাড এর এমআরপি কার্যক্রম পরিদর্শন করবেন প্রতিনিধি দলের সদস্যরা।

বৃহস্পতিবার জেদ্দা বাংলাদেশ কনস্যুলেট পরিদর্শন করবেন তারা।

এছাড়া রিয়াদ বাংলাদেশ দূতাবাস এবং জেদ্দা বাংলাদেশ কনস্যুলেটের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন প্রতিনিধি দলের সদস্যরা।

মদিনা হয়ে ১২ সেপ্টেম্বর প্রতিনিধি দলের ঢাকা ফেরার কথা রয়েছে বলে জানায় সূত্রটি।

বাংলাদেশ সময়: ২০৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০১৫
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সৌদি আরব এর সর্বশেষ