ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

সৌদি আরব

হাইব্রিড নেতাদের জন্য ঐক্যবদ্ধ হতে পারছে না রিয়াদ আ’লীগ

সৌদি আরব করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০১৫
হাইব্রিড নেতাদের জন্য ঐক্যবদ্ধ হতে পারছে না রিয়াদ আ’লীগ

রিয়াদ: আওয়ামী লীগ নামধারী কিছু হাইব্রিড নেতাদের জন্য রিয়াদ আওয়ামী লীগ ঐক্যবদ্ধ হতে পারছে না বলে মন্তব্য করেছেন রিয়াদ মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন।

সোমবার (৩১ আগস্ট) রাতে রিয়াদের হারার একটি অভিজাত রেস্টুরেন্টে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও ২১ আগস্টের বর্বরোচিত হামলায় নিহতদের স্মরণে আয়োজিত স্মরণ সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব একথা বলেন।



জাকির হোসেন আরও বলেন, সামান্য কয়েকজন হাইব্রিড নেতার কারণে আজকে আমাদের মধ্যে দ্বিধা বিভক্তি দেখা দিয়েছে। বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসেবে এটা মেনে নেওয়া যায় না।

শিগগিরি রিয়াদ মহানগর আওয়ামী লীগের সভাপতি সালাউদ্দিন ফারুকের নেতৃত্বে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকদের ঐক্যবদ্ধ করা হবে বলেও এসময় ‍জানান তিনি।

স্মরণ সভা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসিহ।

এছাড়াও রিয়াদ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেলিম ভুঁইয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন রিয়াদ মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি গোলাম মহিউদ্দীন, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মুরাদ, সৌদি আরব প্রবাসী সাংবাদিক ফোরামের সভাপতি আবুল বশির, চাটখিল কলেজের সাবেক ভিপি নিজাম উদ্দিন, রিয়াদ ইংলিশ স্কুলের পরিচালনা পর্ষদের সাবেক সদস্য ডাক্তার সারওয়ার হোসেন, রিয়াদ ডাক্তার কামরুল ইসলাম, রিয়াদ মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, প্রবাসী লাকসাম মনোহরঞ্জ আওয়ামী লীগ সভাপতি মাসুদ পারভেজ, বি’বাড়িয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম প্রমুখ।

বাংলাদেশ সময়: ০৬২২ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০১৫
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সৌদি আরব এর সর্বশেষ