ঢাকা, শুক্রবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

সৌদি আরব

বাংলাদেশি পণ্য আমদানিকারক সমিতির নির্বাচন

কাপতান সভাপতি, আবু সুফিয়ান সম্পাদক

সৌদি আরব করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৭ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৫
কাপতান সভাপতি, আবু সুফিয়ান সম্পাদক

রিয়াদ: বাংলাদেশি পণ্য আমদানিকারক সমিতি রিয়াদ শাখার কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

সম্প্রতি রিয়াদের বাথাস্থ ইস্ট রামাদ হোটেলের হলরুমে অনুষ্ঠিত কার্যনির্বাহী কমিটির সভায় বিশিষ্ট ব্যবসায়ী কাপতান হোসেনকে সভাপতি, আবু সুফিয়ান বিপ্লবকে সাধারণ সম্পাদক এবং মুসা আনসারীকে সাংগঠনিক সম্পাদক করে আগামী দুই বছরের জন্য এই কমিটি গঠন করা হয়।



নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি মনিরুল ইসলাম,সহ-সভাপতি রাইছুজ্জামান,রফিকুল ইসলাম,জাকির হোসেন,শামিম হোসেন,সাইফুল ইসলাম,সিনিয়র সহ-সাধারণ সম্পাদক মিজানুর রহমান,সহ সাধারণ সম্পাদক সোহেল রেজা,আজিজুর রহমান রিপন,সিনিয়র সহ সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম মিয়াজি,সহ সাংগঠনিক সম্পাদক আসলাম মোল্লা,মিজানুর রহমান,মোরশেদ আলম,দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন,সহ দপ্তর সম্পাদক মোহাম্মদ নাদিম,জাবেদ মিয়া,প্রচার সম্পাদক জিএম শরিফ হোসেন,সহ প্রচার সম্পাদক জাকির হোসেন,অর্থ বিষয়ক সম্পাদক মাসুদ হোসেন,সহ-অর্থ বিষয়ক সম্পাদক মোহাম্মদ বাবু,সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ ইয়াসিন,সহ-সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক সাঈদ মিয়া, মোহাম্মদ ফয়সাল,সমাজকল্যাণ সম্পাদক হানিফ মুন্সি,সহ-সমাজকল্যাণ সম্পাদক মোহাম্মদ বকুল,মহারাজ,ক্রীড়া সম্পাদক দেলোয়ার হোসেন,সহ-ক্রীড়া সম্পাদক মোহাম্মদ রানা,মোহাম্মদ আলমগীর,ধর্ম বিষয়ক সম্পাদক অহিদ উল্লাহ,সহ-ধর্ম বিষয়ক সম্পাদক কেফায়েত উল্লাহ,আন্তর্জাতিক সম্পাদক মোহাম্মদ আলী,সহ-আন্তর্জাতিক সম্পাদক মিজানুর রহমান,চান্দু মিয়া,কার্যকরী সদস্যবৃন্দ সালাউদ্দিন সোহেল,মোহাম্মদ আরমান,জাকির মাস্টার,মোহাম্মদ সোহাগ,শরিফ হোসেন খান,দেলোয়ার হোসেন,এম ফারুক,সিদ্দিকুর রহমান,আমজাদ হোসেন বাবু,জাকির হোসেন,মোহাম্মদ শাহজাহান।

সমিতির উপদেষ্টা পরিষদ সদস্যরা হলেন, শফিকুল আলম ফিরোজ,ড.আরিফুর রহমান,শরিফ হোসেন,অহিদুল করিম,নুরে আলম,আশরাফ আখন্দ,রুহুল আমিন বাবুল,মাওলানা ফারুক,ফজলুল করিম,বাবুল চৌধুরী,আবুল হোসেন তালুকদার,মাহবুব মোরশেদ সাহেদ প্রমুখ।

নির্বাচন কমিশনার ছিলেন, ফজলুল করিম, মাহবুব মোরশেদ সাহেদ ও মোহাম্মদ সাঈদ মিয়া।

নব নির্বাচিত কমিটির সভাপতি কাপতান হোসেন বাংলানিউজকে বলেন, দিন দিন বিদেশে আমাদের দেশীয় পণ্যের চাহিদা বৃদ্ধি পাচ্ছে। সৌদি আরবে বাংলাদেশি পণ্য আমদানির ফলে প্রবাসীরা যেমন সহজেই দেশীয় পণ্য হাতের নাগালে পাচ্ছেন তেমনি বাংলাদেশের রাজস্ব খাতেও এটি বড় ভূমিকা রাখছে।

তিনি আরও বলেন, সৌদি আরবের মতো দেশে বাংলাদেশি পণ্যের চাহিদা ধরে রাখতে হলে প্রথমেই দেশীয় পণ্যের গুণগতমান বজায় রাখতে হবে। পণ্যের শুল্কহার কমাতে হবে।

আরও বেশি করে বাংলাদেশি পণ্য এদেশে আমদানির ফলে যেমনি এখানকার প্রবাসী ব্যবসায়ীরা লাভবান হবেন তেমনি দেশের অর্থনীতিতে তা সুফল বয়ে আনবে বলে আশাবাদ ব্যক্ত করেন মোহাম্মদ কাপ্তান হোসেন। তিনি এজন্য বাংলাদেশ সরকার সহ প্রবাসীদের সহযোগিতা কামনা করেন।


বাংলাদেশ সময়: ১৮২৮ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৫
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সৌদি আরব এর সর্বশেষ