ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

সৌদি আরব

সৌদিআরবে আরও দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

সৌদি আরব করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৯ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৫
সৌদিআরবে আরও দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু মো. গাজী রহমান ও মোহাম্মদ কাজিম উদ্দিন

রিয়াদঃ চলতি ২০১৫সালে হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব এসে মারা গেছেন আরও দুই বাংলাদেশি। এরা হলেন, কুমিল্লার মেঘনা উপজেলার মো. গাজী রহমান (৭৭) এবং শেরপুর জেলার নকলা উপজেলার মোহাম্মদ কাজিম উদ্দিন (৫৯)।

এ নিয়ে এপর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে পাঁচ জনে।

মক্কা বাংলাদেশ হজ মিশন সূত্র বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছে।

গাজী রহমান গতকাল (২৩ আগস্ট) ৫টার দিকে মক্কায় মারা যান। তিনি এবছর এভিয়েনা ট্রাভেলস অ্যান্ড ট্যুরস এর মাধ্যমে হজ পালনের জন্য গত ২০ আগষ্ট সৌদি এয়ারলাইন্সের এসভি ৫৩২৩ ফ্লাইটে জেদ্দা আসেন।

অপরজন কাজিম উদ্দিন রোববার (২৩ আগস্ট) রাত ১টা ৩০মিনিটের দিকে মক্কায় মারা যান। তিনি গত ১৯ আগস্ট হজ পালনের উদ্দেশ্যে সৌদি এয়ারলাইন্সের এসভি ৫২০৯ ফ্লাইটে জেদ্দা আসেন।

বাংলাদেশ সময়: ১৪১২ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৫
এনএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সৌদি আরব এর সর্বশেষ