ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

সৌদি আরব

তাবুক প্রাদেশিক বিএনপি’র আলোচনা সভা

সৌদি আরব করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫৮ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৫
তাবুক প্রাদেশিক বিএনপি’র আলোচনা সভা

রিয়াদ: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তাবুক প্রাদেশিক শাখার আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) অনুষ্ঠিত এ আলোচনার সভায় সভাপতিত্ব করেন তাবুক প্রাদেশিক বিএনপি’র সভাপতি আবদুল জলিল।



মোশারফ হোসেনের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন সৌদি আরব পশ্চিম অঞ্চল বিএনপি’র আহ্বায়ক আলহাজ আব্দুর রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন প্রকৌশলী নুরুল আমিন, জেদ্দা মহানগর বিএনপি’র সভাপতি এম এ আজাদ চয়ন, জেদ্দা মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন মারুফ, আনোয়ার জাহিদ, সেলিম মোল্লা, এস এম সেলিম রেজা, জেদ্দা মহানগর যুব দলের সভাপতি বাহার উদ্দিন বাদল, পশ্চিম অঞ্চল সেচ্ছাসেবক দলের সভাপতি এরশাদ আহমেদ, আওলাদ হোসেন, রৌশন জামিল শিপু প্রমুখ।

এসময় বিএনপি নেতা মো. হানিফ, মো. সোহেল আল মারুফ, এ কে এম নুরনবি, মোজাম্মেল হোসেন রিপন, এমরান চৌধুরী, মো. ফারুক হোসেন, ইকবাল হোসেন, আতিকুর রহমান শীপন, হাসান আহমেদ, আনোয়ার হোসেন রাজু, হানিছ সরকার, আমজাদ হসেন, মিজান রাজা বক্তব্য রাখেন।

পরে সৌদি আরব পশ্চিম অঞ্চল বিএনপি’র আহ্বায়ক আলহাজ আব্দুর রহমানের হাতে তাবুক প্রাদেশিক বিএনপি’র ৫১ সদস্য বিশিষ্ট একটি কমিটি হস্তান্তর করা হয়।

বাংলাদেশ সময়: ০৭০০ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৫
এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সৌদি আরব এর সর্বশেষ