ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

সৌদি আরব

জেদ্দায় ঢাকা জেলা প্রবাসী ফোরামের পুনর্মিলনী

সৌদি আরব করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৫ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৫
জেদ্দায় ঢাকা জেলা প্রবাসী ফোরামের পুনর্মিলনী ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রিয়াদ: নানা অনুষ্ঠানের মাধ্যমে সৌদি আরবের বৃহত্তর ঢাকা জেলা জাতীয়তাবাদী ফোরামের ঈদ পুনর্মিলনী ও শুভেচ্ছা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) জেদ্দা প্রবাসীদের কেন্দ্রস্থল আল-বাওয়াদির সামা হোটেলে অনুষ্ঠিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির আহ্বায়ক আনোয়ার হোসেন মোল্লা।



বেপারী মোহাম্মদ গোলাম কিবরিয়ার পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সৌদি আরব পশ্চিম অঞ্চল বিএনপি’র নবনির্বাচিত সভাপতি শামিম আলম তুহিন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সৌদি আরব পশ্চিম অঞ্চল বিএনপি’র নবনির্বাচিত সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম নান্নু, মোখলেছুর রহমান, প্রিন্স আল লিনটন, শেখ হিরন, অপু মূন্সী, কবির হোসেন, বেলায়েত হোসেন শরিফ, হোলাপ খান, আমিনুল ইসলাম খালাসী, মনির হোসেন মোল্লা, আবুল কারাম, মোহাম্মদ সেলিম, মোহাম্মদ শাজাহান  প্রম‍ুখ।

বক্তারা বর্তমান সরকারের সমালোচনা করে কারাগারে আটক বিএনপি’র সব নেতাকর্মীর মুক্তি দাবি করেন। পাশাপাশি খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা সব মিথ্যা মামলা প্রত্যাহারের আহ্বান জানান।

পরে দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন মোড়ল আব্দুল রহিম।

বাংলাদেশ সময়: ১৫৫৪ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৫
এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সৌদি আরব এর সর্বশেষ