ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

সৌদি আরব

রাজন হত্যা

ইন্টারপোলের চিঠি জেদ্দা পুলিশের কাছে

মোহাম্মদ আল-আমীন, সৌদি আরব করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৮ ঘণ্টা, জুলাই ১৫, ২০১৫
ইন্টারপোলের চিঠি জেদ্দা পুলিশের কাছে ছবি : সংগৃহীত

রিয়াদ : সৌদি আরবে আটক শিশু সামিউল আলম রাজন হত্যার অন্যতম আসামি কামরুল ইসলামকে দেশে পাঠাতে বাংলাদেশ পুলিশের চিঠি ইন্টারপোলের মাধ্যমে জেদ্দা পুলিশের কাছে পৌঁছেছে।

বুধবার (১৫ জুলাই) জেদ্দা বাংলাদেশ কনস্যুলেটের ভারপ্রাপ্ত কনসাল জেনারেল মোকাম্মেল হোসেন বাংলানিউজকে বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, কামরুল ইসলামকে দেশে ফেরত নেওয়া সংক্রান্ত ইন্টারপোলের চিঠি কনস্যুলেটের মাধ্যমে জেদ্দার পুলিশ কর্তৃপক্ষের কাছে পৌঁছেছে।



তিনি বলেন, বুধবার কামরুল ইসলামকে স্থানীয় নাজলা থানা থেকে ব্রাইমান জেলহাজতে পাঠানো হয়েছে।

কামরুলকে দ্রুত দেশে পাঠানোর সর্বোচ্চ চেষ্টা চলছে জানিয়ে তিনি আরও বলেন, ইন্টারপোলের চিঠি সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সৌদি বাদশার অনুমোদনের জন্য পাঠানো হবে। সৌদি বাদশার সম্মতি পাওয়ার পর কামরুলকে দেশে পাঠানো হবে।   

বাংলাদেশ সময়: ২০৫৮ ঘণ্টা, জুলাই ১৫, ২০১৫
কেএইচ

** রইলো বাকি দুই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সৌদি আরব এর সর্বশেষ