ঢাকা, শুক্রবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

সৌদি আরব

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশিসহ নিহত ৯

সৌদি আরব করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৩ ঘণ্টা, জুলাই ১০, ২০১৫
সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশিসহ নিহত ৯

ঢাকা: সৌদি আরবে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশিসহ ৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২৭ জন।



স্থানীয় সময় বৃহস্পতিবার (০৯ জুলাই) দিনগত রাত সাড়ে ১২ টায় (বাংলাদেশ সময় ১০ জুলাই রাত ৩টায়) সৌদি আরবের মাজমা’আহ এলাকায় ফ্লাইওভারের রেলিং ভেঙ্গে শ্রমিক পরিবহনকারী একটি ট্রাক নিচে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে ২০ জন বাংলাদেশি। তাদের নাম পরিচয় এখনও জানা যায়নি।

নিহতরা হলেন, টাঙ্গাইলের মাসুদ, কিশোরগঞ্জের পাকোন্দিয়ার আলম ও জামালপুরের ওয়াহেদ আলী।

জানা গেছে, ফ্লাইওভারে ওঠার পর ট্রাকটির সামনের চাকা বিস্ফোরিত হলে এটি নিয়ন্ত্রণ হারিয়ে ফ্লাইওভারের রেলিং ভেঙ্গে নিচে পড়ে যায়। হতাহত শ্রমিকরা সবাই কাজ শেষে বাসায় ফিরেছিলেন।

রিয়াদে বাংলাদেশি দূতাবাসের দ্বিতীয় সচিব (শ্রম) মিজানুর রহমান বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হতাহত বাংলাদেশিরা সবাই আল-ফাহাদ ক্লিনিং কোম্পানির শ্রমিক হিসাবে সিটি কর্পোরেশনে পরিচ্ছন্নতার কাজ করতেন।

আহতদের কিং খালেদ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদের মধ্যে তিন বাংলাদেশির অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে নীবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। আহত বাকি ১৭ বাংলাদেশিকে হাসপাতালের সাধারন ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে।

নিহতদের মরদেহ একই হাসপাতালের হিমঘরে রাখা আছে বলে জানান মিজানুর রহমান।

বাংলাদেশ সময়: ১২২২ ঘণ্টা, জুলাই ১০, ২০১৫/ আপডেট: ১৩১১, ১২৪২, ১৪২৬ ঘণ্টা
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সৌদি আরব এর সর্বশেষ