ঢাকা, শুক্রবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

সৌদি আরব

জেদ্দাস্থ বৃহত্তর মাসনা বিএনপির ইফতার মাহফিল

সৌদি আরব করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫৪ ঘণ্টা, জুন ২৬, ২০১৫
জেদ্দাস্থ বৃহত্তর মাসনা বিএনপির ইফতার মাহফিল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রিয়াদঃ সৌদি আরবের জেদ্দা মহানগর বিএনপির অর্ন্তগত বৃহত্তর মাসনা বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
 
বৃহস্পতিবার (২৪জুন’২০১৫) স্হানীয় একটি বাংলাদেশি হোটেলে অনুষ্ঠিত ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ইউছুফ নান্নু।


 
টিপু সুলতানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির সভাপতি আহমেদ আলী মুকিব।

বিশেষ অতিথি ছিলেন, সিনিয়র সহসভাপতি সিরাজুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান তপন, জেদ্দা মহানগর বিএনপির সভাপতি কেফায়েত উল্লাহ কিসমত (সিআইপি), সৌদি আরব কেন্দ্রীয় যুব দল সহসভাপতি ও কর্মজীবি দল বাংলাদেশ কেন্দ্রীয় সহ সভাপতি ইসমাইল ইমন, জেদ্দা মহানগর যুবদল আহবায়ক কয়েস আহমেদ, যুগ্ন আহবায়ক মফিজুল আলম।
 
সরকারের দমন-পীড়নের কঠোর সমালোচনা করে বক্তারা বলেন, মিথ্যা মামলা দিয়ে বিরোধী দলকে দাবিয়ে রাখা যাবে না।
 
ইফতার ও দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন মাওলানা নুরুল আমিন।

বাংলাদেশ সময়: ০৬৫০ ঘণ্টা, জুন ২৬, ২০১৫
একে/এনএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সৌদি আরব এর সর্বশেষ