ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

সৌদি আরব

সাংবাদিকের সঙ্গে খারাপ আচরণে সৌদি প্রটোকল প্রধান বরখাস্ত

সৌদি আরব করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫১ ঘণ্টা, মে ৬, ২০১৫
সাংবাদিকের সঙ্গে খারাপ আচরণে সৌদি প্রটোকল প্রধান বরখাস্ত সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ

রিয়াদ: পেশাগত দায়িত্ব পালনের সময় এক ফটো সাংবাদিকের সঙ্গে খারাপ আচরণ করায় সৌদি বাদশার নিরাপত্তা বাহিনীর প্রধানকে বরখাস্ত করেছেন সৌদি বাদশা সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ।

দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ’র বরাত দিয়ে মঙ্গলবার (০৫ মে) স্থানীয় একটি প্রভাবশালী পত্রিকায় প্রকাশিত রিপোর্টে এ তথ্য জানা গেছে।



একই দিন সৌদি বাদশা সালমান এক রাজকীয় ফরমান জারির মাধ্যমে তার নিরাপত্তা প্রধান মোহাম্মদ আল তোবাসিকে বরখাস্ত করে খালিদ আব্বাদকে নিয়োগ দিয়েছেন।

সম্প্রতি সৌদি বাদশা রিয়াদ কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে মরক্কোর বাদশা মোহাম্মদকে সংবর্ধনা জানানোর সময় ছবি তোলেন এক ফটো সাংবাদিক। এসময় বাদশার নিরাপত্তা প্রধান মোহাম্মদ তোবাসী তাকে আঘাত করার একটি ভিডিও ইউটিউব ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হলে তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেন সৌদি বাদশা।  

বাংলাদেশ সময়: ০২৪৪ ঘণ্টা, মে ০৬, ২০১৫
এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সৌদি আরব এর সর্বশেষ