ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

সৌদি আরব

বারাক ওবামার দাদীর ওমরাহ পালন

সৌদি আরব করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১১ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৫
বারাক ওবামার দাদীর ওমরাহ পালন

রিয়াদ: মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক হোসেন ওবামার দাদী সারা ওবামা পবিত্র ওমরাহ পালন করেছেন।

বুধবার (২২ এপ্রিল) তিনি ওমরাহ সম্পন্ন করেন।

এ সময় তার ছেলে ও বারাক ওবামার চাচা সাইদ ওবামা ও নাতি মূসা ওবামা সঙ্গে ছিলেন।

পবিত্র ওমরাহ পালন শেষে সারা ওবামা মক্কার নাসিম এলাকায় মহানবী হযরত মুহাম্মদ (স.) এর ওপর আয়োজিত প্রদর্শনী পরিদর্শন করেন।

তিনি বলেন, মানুষের কাছে ইসলামের সঠিক আহ্বান পৌঁছাতে পারলে পরমত সহিষ্ণুতা তৈরি হবে ও উগ্রবাদী মনোভাব দূর হবে।

সারা ওবামা দুই হারাম মসজিদের সম্প্রসারণ কাজে সৌদি সরকারের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। প্রদর্শনী পরিদর্শনকালে তিনি বলেন, বৈজ্ঞানিক পদ্ধতি ও নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে যে প্রদর্শনী করা হচ্ছে, তা ইসলামকে আধুনিকভাবে প্রচারেরই বহিঃপ্রকাশ। এটা দেখে আমি অত্যন্ত খুশি।

সৌদি সরকারের সহযোগিতায় পৃথিবীর অন্যান্য দেশেও এমন প্রদর্শনীর আয়োজন করা হলে ইসলাম সম্পর্কে মানুষের ভুল বোঝাবুঝির অবসান হবে, বলেন তিনি।

বাংলাদেশ সময়: ১৬১২ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সৌদি আরব এর সর্বশেষ