ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

সৌদি আরব

জেদ্দায় চলচ্চিত্র ‘টেলিভিশন’ প্রদর্শনী ৫ মার্চ

সৌদি আরব করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০১ ঘণ্টা, মার্চ ৩, ২০১৫
জেদ্দায় চলচ্চিত্র ‘টেলিভিশন’ প্রদর্শনী ৫ মার্চ

রিয়াদ: আগামী ৫ মার্চ (বৃহস্পতিবার) সৌদি আরবের জেদ্দায় প্রদর্শিত হবে নন্দিত নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ইমপ্রেস টেলিফিল্মের ছবি ‘টেলিভিশন’।

সৌদির বাণিজ্যিক রাজধানী জেদ্দায় গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ৮ম এশিয়ান চলচ্চিত্র উৎসবে এ প্রদর্শনী চলবে।

প্রায় পক্ষকালের এ উৎসবের সমাপ্তি ঘটবে ১৩ মার্চ।

‘টেলিভিশন’-এ অভিনয় করেছেন শাহরিয়ার হুদা রুমী, চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম, নুসরাত ইমরোজ ত্রিশা প্রমুখ।

এশিয়ান কনসালস জেনারেল ক্লাব ( এসিজিসি) আয়োজিত এবারের উৎসবে অংশ নিয়েছে বাংলাদেশসহ ১২টি দেশ। অংশগ্রহণকারী অন্য দেশগুলো হলো- জাপান, মালয়েশিয়া, শ্রীলংকা, ফিলিপাইন, ভারত, চীন, থাইল্যান্ড, সিংঙ্গাপুর, পাকিস্তান, কোরিয়া ও ইন্দোনেশিয়া।

উৎসবে আলাদা আলাদা ছয়টি ভেন্যুতে পরিবেশিত হচ্ছে এশিয়ার খ্যাতনামা চলচ্চিত্রগুলো।

ভেন্যুগুলো হলো- জেদ্দাস্থ ভারতের কনসাল জেনারেল প্রাঙ্গণ, জাপানের কনসাল জেনারেলের বাসভবন, কুরিয়ার কনসাল জেনারেলের বাসভবন, মালয়েশিয়ার কনস্যুলেট জেনারেল প্রাঙ্গণ, শ্রীলংকার কনস্যুলেট জেনারেল প্রাঙ্গণ এবং ইন্দোনেশিয়ার কনস‍াল জেনারেলের বাসভবনের পাশের অডিটরিয়াম।

২৮ ফেব্রুয়ারি উৎসবের উদ্বোধন করেন জেদ্দায় নিযুক্ত জাপানের কনসাল জেনারেল মাতাহিরো ইয়ামাকুচি।

জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেটের ভারপ্রাপ্ত কনসাল জেনারেল মো. মোকাম্মেল হোসেন জানান, ‘টেলিভিশন’ দেখার জন্য বিদেশিসহ প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে।

উৎসবের শেষ দিন ১৩ মার্চ অনুষ্ঠিত হবে এশিয়ান ফুড ফেস্টিভ্যাল। একইসঙ্গে প্রদর্শিত হবে ইন্দোনেশিয়ার আলোচিত চলচ্চিত্র ‘জাকোওয়াই’।

বাংলাদেশ সময়: ০৪০২ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সৌদি আরব এর সর্বশেষ