ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

সৌদি আরব

রিয়াদে কার্গো ব্যবসায়ী সমিতির আহ্বায়ক কমিটি গঠন

সৌদি আরব করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১৪ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৫
রিয়াদে কার্গো ব্যবসায়ী সমিতির আহ্বায়ক কমিটি গঠন

রিয়াদ: রিয়াদে বাংলাদেশি কার্গো ব্যবসায়ীদের সংগঠন ‘রিয়াদ কার্গো ওনার অ্যাসোসিয়েশনের ১১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

শনিবার (১০ জানুয়ারি) বাথা বাংলাদেশি মার্কেটের আল্লা রাখা হোটেলে বিশিষ্ট ব্যবসায়ী শহীদুল ইসলামের পরিচালনায় এবং আব্দুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত কার্গো ব্যবসায়ীদের এক সভায় এ কমিটি ঘোষণা করা হয়।



সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, আবু ছাঈদ (দিগন্ত কার্গো), এনায়েত উল্লাহ্‌ কোরেশী (আল ফালাহ কার্গো), মোহাম্মদ আল-আমীন (তাকওয়া কার্গো), মহি উদ্দিন (সুন্দরবন কার্গো), মোহাম্মদ আব্দুল্লাহ, মোহাম্মদ নাঈম (সবুজ বাংলা কার্গো) প্রমুখ।

কমিটির সদস্যরা হলেন, আহ্বায়ক  আব্দুল করিম (আম্মাল কার্গো), যুগ্ম আহ্বায়ক যথাক্রমে আশরাফুল ইসলাম সুমন (মক্কা কার্গো), আব্দুস সাত্তার (এন এস কার্গো), মহিউদ্দিন (সুন্দরবন কার্গো), শহীদুল ইসলাম (আল বারাকা ট্রাভেলস অ্যান্ড কার্গো), সাংবাদিক মোহাম্মদ আল আমীন (তাকওয়া ট্রাভেলস অ্যান্ড কার্গো), সাংবাদিক জাহাঙ্গীর আলম হৃদয় (মদীনা ট্রাভেলস অ্যান্ড কার্গো), নুর হোসেন (মদীনা কার্গো), নাঈম (সবুজ বাংলা কার্গো), মুজিবুর রহমান (এসএ কার্গো), মাসুদ রানা (গাজীপুর কার্গো)।

সভার সিদ্ধান্ত অনুযায়ী দ্রুততম সময়ের মধ্যে এ আহ্বায়ক কমিটি সংগঠনের সংবিধান প্রণয়ন, নতুন সদস্য সংগ্রহ এবং একটি নির্বাচিত কার্যকরি কমিটি গঠনের জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে।

বাংলাদেশ সম: ০৬১৫ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সৌদি আরব এর সর্বশেষ