ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

সৌদি আরব

নতুন কর্মস্থলে যোগ দিচ্ছেন জেদ্দার কনসাল জেনারেল শহীদুল করিম

সৌদি আরব করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০৭ ঘণ্টা, আগস্ট ৩, ২০১৪
নতুন কর্মস্থলে যোগ দিচ্ছেন জেদ্দার কনসাল জেনারেল শহীদুল করিম

রিয়াদ: রোববার থেকে জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেটে নতুন কনসাল জেনারেল হিসেবে যোগ দিচ্ছেন লন্ডন বাংলাদেশ হাইকমিশনের সদ্য বিদায়ী কাউন্সিলর-১ একেএম শহীদুল করিম।

শনিবার বিকেলে মুঠোফোনে বাংলানিউজকে একেএম শহীদুল করিম নিজেই বিষয়টি নিশ্চিত করেন।



নতুন কর্মস্থলে যোগদানের উদ্দেশ্যে গত সোমবার ভোরে সৌদি আরবের জেদ্দায় পৌঁছান তিনি।

এর আগে ২০১০ সালের ১০ আগস্ট থেকে ২০১৪ সালের জুলাই পর্যন্ত জেদ্দা বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন মোহাম্মদ নাজমুল ইসলাম। চার বছর কনসাল জেনারেল হিসেবে দায়িত্ব পালন করার পর চলতি বছর তাকে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি করা হয়।

বাংলাদেশ সময়: ০৩০৫ ঘণ্টা, আগস্ট ০৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সৌদি আরব এর সর্বশেষ