ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ট্রাভেলার্স নোটবুক

ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার ১৯ নভেম্বর

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৫ ঘণ্টা, অক্টোবর ৮, ২০১৫
ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার ১৯ নভেম্বর ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার (বিটিটিএফ)-২০১৫ পিছিয়ে ১৯-২১ নভেম্বর নির্ধারণ করা হয়েছে।

তিনদিনব্যাপী মেলাটি চলতি মাসের ১৫-১৭ হওয়ার কথা ছিল।



বৃহস্পতিবার (০৮ অক্টোবর) বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মেলার আয়োজকরা।

ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব) মেলাটির আয়োজন করছে।

সংবাদ সম্মেলনে টোয়াবের ভারপ্রাপ্ত সভাপতি মো. রাফেউজ্জামান, সহ-সভাপতি এসএম হাফিজুর রহমান (ফারুক), উপদেষ্টা শিবলুল আজম কোরেশী, ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি প্রিয়ন্তী’র সিইও মনোয়ার হোসেন পাঠান প্রমুখ উপস্থিত ছিলেন।

মো. রাফেউজ্জামান বলেন, সম্প্রতি দুইজন বিদেশি নাগরিকের হত্যাকাণ্ডের কারণে মেলায় অংশ নিতে ইচ্ছুক বেশ কিছু বিদেশি প্রতিষ্ঠান, ডেলিগেটস, ট্যুরিস্ট গ্রুপ ইতোমধ্যে তাদের বাংলাদেশ সফর স্থগিত করেছে। এ অবস্থায় মেলার তারিখ পরিবর্তনে তারা বাধ্য হচ্ছেন।

আয়োজকরা জানান, বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে আয়োজিত মেলাটিতে দেশি-বিদেশি ট্যুর অপারেটর, ট্রাভেল এজেন্ট, বিমান সংস্থা, স্থানীয় ও আন্তর্জাতিক হোটেল, রিসোর্ট, ব্যাংক, শিক্ষা প্রতিষ্ঠান অংশ নেওয়ার কথা রয়েছে।

তারা আশা করছেন, এক মাসের ব্যবধানে মেলাটি আরও বড় পরিসরে আয়োজনের সুযোগও পেয়ে যাবেন তারা। যাতে বিদেশিদের কাছে দেশের ইমেজ ভালো হয়।

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০১৫
এসকেএস/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।