ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

ট্রাভেলার্স নোটবুক

এশিয়ান ট্যুরিজম ফেয়ার শুরু বৃহস্পতিবার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০২ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৫
এশিয়ান ট্যুরিজম ফেয়ার শুরু বৃহস্পতিবার ছবি: কাশেম হারুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বাংলাদেশ পর্যটন বর্ষ-২০১৬’র উৎসবকে সামনে রেখে প্রতিবারের মত এবারও রাজধানী বসুন্ধরার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে (আইসিসিবি) আগামী বৃহস্পতিবার (২৭ আগস্ট) শুরু হচ্ছে তিন দিনব্যাপী চতুর্থ এশিয়ান ট্যুরিজম ফেয়ার।

মঙ্গলবার (২৫ আগস্ট) বেলা ১২টায় জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।



মাসিক ম্যাগাজিন ‘পর্যটন বিচিত্রা’র আয়োজনে বাংলাদেশ ট্যুরিজম বার্ড (বিটিবি) ও বাংলাদেশ পর্যটন করপোরেশনের (বিপিসি) সহায়তায় এ মেলা অনুষ্ঠিত হবে।

এ বছর মেলায় বাংলাদেশ, ভারত, নেপাল, ভ‍ুটান, চীন, ফিলিপাইন, উজবেকিস্তান ও সিঙ্গাপুরের পর্যটন সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান অংশ নেবে।

সংবাদ সম্মেলনে মেলার আয়োজক ও পর্যটন বিচিত্রার সম্পাদক মহিউদ্দিন হেলাল বলেন, বাংলাদেশসহ এশিয়ার অন্যান্য দেশের দর্শনীয় স্থানগুলোর বিভিন্ন পর্যটন সেবার সমন্বয় ঘটবে এবারের মেলায়। থাকবে আসন্ন পর্যটন মৌসুমের বিভিন্ন আকর্ষণীয় ভ্রমণ অফার। হোটেল বা প্যাকেজ বুকিংয়ের ক্ষেত্রেও থাকবে বিশেষ ছাড়া।

মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে থাকবে-এয়ারলাইন্স, হোটেল, মোটেল, রিসোর্ট, ট্যুর অপারেটর, ট্রাভেল শপ, থিমপার্কসহ বিনোদনবিষয়ক আরও কিছু প্রতিষ্ঠান।

এছাড়া, মেলায় থাকবে বৈচিত্র্যময় কিছু আয়োজন। যার মধ্যে-কমিউনিটি বেইজ ট্যুরিজম প্রদর্শনী, ৯টি বিশ্ববিদ্যালয় ও  ৩টি পর্যটন সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে ইয়ুথ ট্যুরিজম স্কিলস কম্পিটিশন, পর্যটন বিষয়ক সেমিনার, কমিউনিটি কালচারাল অনুষ্ঠান,  শিশুদের জন্য ‘বিউটফুল বাংলাদেশ’ শিরোনামে আর্ট কম্পিটিশন উল্লেখযোগ্য।

মেলায় যুব পর্যটনকে উৎসাহিত করতে অ্যাডভাঞ্চার গিয়ার প্রদর্শনীর ব্যবস্থা থাকবে।

মহিউদ্দিন হেলাল বলেন, এই মেলার মাধ্যমে বাংলাদেশের পর্যটন শিল্পের একটি পূর্ণাঙ্গ চিত্র দর্শনার্থীদের কাছে তুলে ধরার প্রচেষ্টা থাকবে।

সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন-বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান ড. অপরুপ চেধুরী, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের নির্বাহী কর্মকর্তা আখতারুজ জামান খান কবির, আইএলও’র বিশেষজ্ঞ ফ্রান্সিস ডি সিলভা, ইন্ডাস্ট্রি স্কিলস কাউন্সিল ফর ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি সেক্টরের চেয়ারম্যান এ কে এম বারী, ট্যুরিজম ডেভেলপার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টিডাব) চেয়ারম্যান  জামিউল আহমেদ, ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব) প্রেসিডেন্ট আকবর উদ্দিন আহমেদ, ট্যুরিজম রিসোর্ট ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ট্রিয়াব) প্রেসিডেন্ট খবির উদ্দিন আহমেদ প্রমুখ।

ট্যুরিজম রিসোর্ট ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ট্রিয়াব) প্রেসিডেন্ট খবির উদ্দিন আহমেদ বলেন, আমরা পর্যটনকে গুরুত্ব দেই না। পর্যটন খাতকে গুরুত্ব দিলে আরও বৈদেশিক আয় বাড়বে ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। এতে এই সেক্টর গার্মেন্টসকেও ছাড়িয়ে যাবে।

তিন দিনব্যাপী এ মেলা ২৭ আগস্ট শুরু হয়ে চলবে ২৯ আগস্ট পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ০৯টা পর্যন্ত মেলা চালু থাকবে।

মেলায় মোট ১২০টি স্টল থাকবে। প্রবেশ মূল্য ২০ টাকা। প্রতিটি টিকিটের বিপরীতে থাকছে আকর্ষণী র‌্যাফেল ড্র ও ভ্রমণ ভাউচার। তবে শিক্ষার্থীদের জন্য মেলায় প্রবেশ ফ্রি।

বাংলাদেশ সময়: ১২৫৯ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৫ (আপডেট: ১৩২৪ ঘণ্টা)
এসইউজে/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।