ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

পর্যটন

রবীন্দ্র কাচারি বাড়ি পরিদর্শন করলেন পর্যটন মন্ত্রী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২১ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০২১
রবীন্দ্র কাচারি বাড়ি পরিদর্শন করলেন পর্যটন মন্ত্রী ছবি: বাংলানিউজ

সিরাজগঞ্জ: বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত সিরাজগঞ্জের শাহজাদপুর রবীন্দ্র কাচারি বাড়ি পরিদর্শন করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী।

শুক্রবার (১৫ অক্টোবর) বিকেলে কাচারি বাড়ি ঘুরে দেখেন তিনি।

মন্ত্রী সাংবাদিকদের বলেন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের অণুপ্রেরণা। তার রচয়িত গান আমাদের জাতীয় সংগীত। এ শাহজাদপুরে তার অনেক স্মৃতি রয়েছে।

এ সময় কাচারি বাড়ির পাশ দিয়ে বয়ে যাওয়া করতোয়া নদী দখল মুক্ত করার আশ্বাস দেন তিনি।

তার সঙ্গে উপস্থিত ছিলেন- পাবনা-১ (বেড়া ও সাঁথিয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুল হক টুকু, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মোকাম্মেল হোসেন, বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান হান্নান মিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মুনীর হোসেন, শাহজাদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান ও উপজেলার নির্বাহী অফিসার শাহ মো. শামসুজ্জোহা প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯২১ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০২১
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।