ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

পর্যটন

বৃহস্পতিবার থেকে মাস্কাটে ইউএস-বাংলার নিয়মিত ফ্লাইট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০২০
বৃহস্পতিবার থেকে মাস্কাটে ইউএস-বাংলার নিয়মিত ফ্লাইট ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি প্লেন

ঢাকা: বৃহস্পতিবার (১ অক্টোবর) থেকে ওমানের রাজধানী মাস্কাটে নিয়মিত বাণিজ্যিক ফ্লাইট চালাবে ইউএস-বাংলা এয়ারলাইন্স।

করোনা ভাইরাস মহামারির কারণে ছয় মাস বন্ধ থাকার পর এ রুটে পুনরায় ফ্লাইট চালু করছে উড়োজাহাজ সংস্থাটি।

ইউএস-বাংলা এয়ারলাইন্স জানায়, বৃহস্পতিবার থেকে ঢাকা-মাস্কাট-ঢাকা রুটে সপ্তাহে দু’টি নিয়মিত সিডিউল ফ্লাইট পরিচালনা করা হবে। স্বাস্থ্যবিধি মেনে মাস্কাটে সপ্তাহে সোম ও বৃহস্পতিবার এ দুই ফ্লাইট পরিচালনা করা হবে।

সপ্তাহের প্রতি সোম ও বৃহস্পতিবার রাত ১০টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মাস্কাটের উদ্দেশে ছেড়ে গিয়ে পরদিন যথাক্রমে মঙ্গল ও শুক্রবার স্থানীয় সময় রাত ১টায় মাস্কাটে অবতরণ করবে। অপরদিকে, মাস্কাট থেকে মঙ্গল ও শুক্রবার স্থানীয় সময় রাত ২টায় মাস্কাট থেকে ঢাকার উদ্দেশে উড্ডয়ন করে বাংলাদেশ সময় সকাল ৮টা ৩০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।

টিকিট সংক্রান্ত যেকোনো তথ্য নিকটস্থ ট্রাভেল এজেন্ট অথবা এয়ারলাইন্সের নিজস্ব সেলস্ সেন্টারে যোগাযোগ করে জানা যাবে। এছাড়াও ০১৭৭৭৭৭৭৮০০-৬ অথবা ১৩৬০৫ নম্বরে কল করে জানতে পারবেন যাত্রীরা।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০২০
টিএম/এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।