ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

পর্যটন

করোনা: পর্যটকদের স্বাস্থ্য সুরক্ষায় হবে গাইডলাইন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৩ ঘণ্টা, জুন ৯, ২০২০
করোনা: পর্যটকদের স্বাস্থ্য সুরক্ষায় হবে গাইডলাইন

ঢাকা: পর্যটক ও পর্যটন ব্যবসার সঙ্গে জড়িত সবার জন্য বাংলাদেশ ট্যুরিজম বোর্ড একটি গাইডলাইন প্রণয়ন করবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মহিবুল হক।

তিনি বলেন, পর্যটকদের মনে স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপত্তা নিয়ে আস্থা তৈরি করার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে।

মঙ্গলবার (৯ জুন) বাংলাদেশ ট্যুরিজম বোর্ড, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং ভ্রমণ ম্যাগাজিনের যৌথ উদ্যোগে আয়োজিত কোভিড-১৯ পরবর্তী বিশ্ব: বাংলাদেশের পর্যটনের সেরা পেনাল্টি শীর্ষক জুম কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।

সিনিয়র সচিব বলেন, পর্যটকদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক পর্যটনের ক্ষেত্রে পর্যটক ও পর্যটন ব্যবসার সঙ্গে জড়িত সবার জন্য বাংলাদেশ ট্যুরিজম বোর্ড একটি গাইডলাইন প্রণয়ন করবে। হোটেল-মোটেলগুলোসহ পর্যটনের সঙ্গে জড়িত সব প্রতিষ্ঠানকে এই গাইডলাইন মেনে চলতে হবে। হোটেল-মোটেল ও পর্যটন গন্তব্যে এই গাইডলাইন ও স্বাস্থ্যবিধি যথাযথভাবে অনুসরণ করা হচ্ছে কিনা তাও মনিটরিং করা হবে।

ভ্রমণ ম্যাগাজিনের সম্পাদক আবু সুফিয়ানের সঞ্চালনায় ও বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা জাবেদ আহমেদের সভাপতিত্বে জুম কনফারেন্সে অন্যদের মধ্যে অংশ নেন গ্লোবাল টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা নওয়াজীশ আলী খান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোকাব্বির হোসেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটির ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি বিভাগের প্রধান অধ্যাপক রাশিদুল হাসান, এটিএন বাংলার প্রধান নিবার্হী কর্মকর্তা জ ই মামুন, টোয়াবের সভাপতি মুহাম্মদ রাফিউজ্জামান, দৈনিক সমকালের চিফ রিপোর্টার লোটন একরাম, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান এমডি সবুর খান, পাটা বাংলাদেশ চ্যাপ্টারের প্রেসিডেন্ট সাহিদ হামিদ ও ট্রিয়াব এর সভাপতি খবির উদ্দিন আহমেদ।

কনফারেন্সে পর্যটনের ওপর আলোচনা করতে গিয়ে আলোচকরা বিভিন্ন বিষয়ে পরামর্শ দেন।

তার মধ্যে উল্লেখযোগ্য হলো, কোভিড-১৯ পরবর্তী সময়ে পর্যটকদের আচরণে পরিবর্তন আসবে। বাংলাদেশের অভ্যন্তরীণ পর্যটনের বাজার কাজে লাগিয়ে আমাদের পর্যটন খাতের উন্নয়ন ধরে রাখতে পর্যটকদের পরিবর্তিত আচরণের সঙ্গে পর্যটন উদ্যোক্তাদের মানিয়ে চলতে হবে। পর্যটন খাতে পর্যটকদের দ্বারা টেকনোলজির ব্যবহার বাড়বে এবং পর্যটনের উন্নয়নের জন্য তার যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে।

আলোচকরা নতুন পর্যটন গন্তব্য খুঁজে বের করা এবং পর্যটন পণ্যের বৈচিত্র্যতা তৈরি করা; গ্রামীণ ও প্রান্তিক পর্যটন গন্তব্যের উপর গুরুত্ব দেওয়া এবং একই পর্যটন গন্তব্যে যেন বেশি পর্যটকের ভিড় না হয় সেদিকে নজর রাখার জন্য জোর দেন।

‘টুরিস্ট ক্যারিং ক্যাপাবিলিটি’ নিশ্চিত করা ও পরিবেশ বাঁচাতে পর্যটনের সঙ্গে স্থানীয় জনগণকে সম্পৃক্ত করার পাশাপাশি স্থানীয় জনগণকে প্রশিক্ষিত করে দক্ষ পর্যটন জনবলে রূপান্তরিত করা নিয়ে মত দেন।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, জুন ০৯, ২০২০
এমআইএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।