ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

পর্যটন

বিমানের সব ফ্লাইট স্থগিত ১৪ এপ্রিল পর্যন্ত   

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৯ ঘণ্টা, এপ্রিল ৫, ২০২০
বিমানের সব ফ্লাইট স্থগিত ১৪ এপ্রিল পর্যন্ত   

ঢাকা: করোনা ভাইরাস রোধে ১৪ এপ্রিল পর্যন্ত সব রুটে ফ্লাইট স্থগিতের সময়সীমা বাড়িয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। 

রোববার (৫ এপ্রিল) ফ্লাইট স্থগিতের এই সময়সীমা বাড়ানো হয়।  

তবে এ সময়ে আগে থেকে টিকিট কনফার্ম করা  যাত্রীদের কী হবে, কিংবা আগে বাতিল হওয়া ফ্লাইটের যাত্রীদের করণীয় বিষয়েও কোনো সুনির্দিষ্ট নির্দেশনা দেয়নি বিমান।

 

বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মোকাব্বির হোসেন বাংলানিউজকে এ তথ্য জানিয়ে বলেন, বেবিচকের ফ্লাইট পরিচালনা নিষেধাজ্ঞার পরিপ্রেক্ষিতে বিমানও ফ্লাইট ১৪ এপ্রিল পর্যন্ত স্থগিত করেছে। পরিস্থিতিসাপেক্ষে পরবর্তী নির্দেশনা জানিয়ে দেওয়া হবে।  

তিনি বলেন, বিমানের যাত্রী যে যেখান থেকে টিকিট কিনেছেন, সেখান থেকে টাকা ফেরত নিতে পারবেন। যারা বিদেশ থেকে টিকিট কেটে বাংলাদেশে এসেছেন, তাদের ক্ষেত্রেও একই নিয়ম অনুসরণ করা হবে।  

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স  অভ্যন্তরীণ রুটে ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, রাজশাহী, যশোর, সৈয়দপুর, বরিশাল রুটে ফ্লাইট পরিচালনা করে। এছাড়া আন্তর্জাতিক রুটে লন্ডন, ম্যানচেস্টার, নেপাল, ব্যাংকক, মালয়েশিয়া, সিঙ্গাপুর, কলকাতা, দিল্লি, জেদ্দা, মদিনা, দাম্মাম, রিয়াদ, আবুধাবি, দোহা, কুয়েত, মাস্কাট, ও দুবাই গন্তব্যে ফ্লাইট পরিচালনা করে।

***চীন ছাড়া সব রুটে ১৪ এপ্রিল পর্যন্ত নিষেধাজ্ঞা
বাংলাদেশ সময়: ১৪০২ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০২০
টিএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।