ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

পর্যটন

ঢাকার মালয়েশিয়া হাইকমিশন খুলবে ১২ এপ্রিল

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৬ ঘণ্টা, এপ্রিল ৪, ২০২০
ঢাকার মালয়েশিয়া হাইকমিশন খুলবে ১২ এপ্রিল ঢাকার মালয়েশিয়া হাইকমিশন

ঢাকা: করোনা ভাইরাসের কারণে ঢাকার মালয়েশিয়া হাইকমিশন খুলবে আগামী ১২ এপ্রিল (রোববার)।

শনিবার (৪ এপ্রিল) মালয়েশিয়া হাইকমিশন থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বাংলাদেশ সরকার আগামী ৯ এপ্রিল পর্যন্ত সরকারি ছুটি বাড়িয়েছে।

সেই অনুযায়ী ঢাকার মালয়েশিয়া হাইকমিশনও আগামী ৯ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে। আগামী ১২ এপ্রিল হাইকমিশন খুলবে। তবে বাংলাদেশ সরকারের পরবর্তী সময়ে নির্দেশনা অনুযায়ী ছুটির বিধিনিষেধ নির্ভর করবে।
বাংলাদেশ সরকারের ছুটির সঙ্গে মিল রেখে গত ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত ঢাকার মালয়েশিয়া হাইকমিশন বন্ধ ছিল। এখন দ্বিতীয় দফায় সময় বাড়ানো হলো।
বাংলাদেশ সময়: ১৭৩৩ ঘণ্টা, এপ্রিল ৪, ২০২০
টিআর/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।