ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

পর্যটন

ঈদের পরদিন খোলা থাকবে বঙ্গবন্ধু সাফারি পার্ক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৭ ঘণ্টা, আগস্ট ৭, ২০১৯
ঈদের পরদিন খোলা থাকবে বঙ্গবন্ধু সাফারি পার্ক বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক। ছবি: সংগৃহীত

গাজীপুর: প্রতি মঙ্গলবার সাপ্তাহিক ছুটি হওয়ায় গাজীপুরে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক বন্ধ থাকে। তবে, ঈদুল আজহা উপলক্ষে দর্শনার্থীদের কথা চিন্তা করে আগামী মঙ্গলবার (১৩ আগস্ট) পার্ক খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার (৭ আগস্ট) বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তবিবুর রহমান বাংলানিউজকে বিষয়টি জানান।

তিনি জানান, আগামী সোমবার (১২ আগস্ট) ঈদুল আজহা।

এ উপলক্ষে আগামী মঙ্গলবার (১৩ আগস্ট) সাপ্তাহিক বন্ধ থাকলেও ওইদিন পার্ক খোলা থাকবে। সাপ্তাহিক ছুটি পরিবর্তন করে ঈদের আগের দিন রোববার (১১ আগস্ট) করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮০৭ ঘণ্টা, আগস্ট ০৭, ২০১৯
আরএস/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।