ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

পর্যটন

মাহবুব আলী-গাম্বিয়া ও সিয়েরালিওন মন্ত্রীর সাক্ষাৎ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৩ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৯
মাহবুব আলী-গাম্বিয়া ও সিয়েরালিওন মন্ত্রীর সাক্ষাৎ গাম্বিয়া ও সিয়েরালিওন মন্ত্রীর সঙ্গে মাহবুব আলীর সাক্ষাৎ

ঢাকা: বাংলাদেশ সফররত গাম্বিয়ার পর্যটনমন্ত্রী হামাত বাহ ও সিয়েরালিওনের পর্যটন উপ-মন্ত্রী উইলিয়াম আই কে রবিনসন বাংলাদেশের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। 

শুক্রবার (১২ জুলাই) বিকেলে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।  

বৈঠকে গাম্বিয়া ও সিয়েরালিওন উভয় দেশের পর্যটনমন্ত্রীই ঢাকা-ওআইসি সিটি অব ট্যুরিজম উদযাপন উপলক্ষে তাদের আমন্ত্রণ জানানোর জন্য বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানান।

তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়নের ভূয়সী প্রশংসা করেন।  

বৈঠকে সফররত দুই দেশের পর্যটনমন্ত্রীই পর্যটনের উন্নয়নে বাংলাদেশের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহ প্রকাশ করেন।

বাংলাদেশের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী ওআইসিভুক্ত সব দেশের সমন্বিত চেষ্টায় সদস্য দেশগুলোর পর্যটন আন্তর্জাতিক বাজারে আরও শক্তিশালী হবে হবে আশা প্রকাশ করেন।  

বাংলাদেশ সময়: ২০৫৯ ঘণ্টা, জুলাই ১২, ২০১৯
টিএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।