ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

পর্যটন

বান্দরবান হচ্ছে সবচেয়ে সুন্দর পার্বত্য জেলা

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৬ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৬
বান্দরবান হচ্ছে সবচেয়ে সুন্দর পার্বত্য জেলা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

জেলা প্রশাসকের (বান্দরবান) সম্মেলন কক্ষ থেকে: বান্দরবান দেশের সবচেয়ে সুন্দর পার্বত্য জেলা বলে অভিমত দিয়েছেন বাংলানিউজের এডিটর ইন চিফ আলমগীর হোসেন।

তিনি বলেছেন, আমি পার্বত্য জেলা বান্দরবানে অনেকবার এসেছি।

অন্য জেলাগুলোতেও গিয়েছি; কিন্তু এ বান্দরবান জেলাই দেশের সবচেয়ে সুন্দর পার্বত্য জেলা বলে আমার মনে হয়েছে।
প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি তিন পার্বত্য জেলার পর্যটন সম্ভাবনা নিয়ে শুক্রবার (২১ অক্টোবর) বাংলানিউজ আয়োজিত বিশেষজ্ঞ আলোচনায় তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সকাল সাড়ে ৯টার পর আলোচনা শুরু হয়। এতে বিশ্ববিদ্যালয় শিক্ষক, পর্যটন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, বিশেষজ্ঞ, স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা অংশ নেন।

বাংলাদেশ সময়: ০৯৪১ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৬
এইচএ/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।