ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

থাইল্যান্ড

স্পেনে আ’লীগের আলোচনা সভা

বকুল খান, স্পেন থেকে | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫৪ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৫
স্পেনে আ’লীগের আলোচনা সভা

স্পেন আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন ‌উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গত ১৩ জানুয়ারি মাদ্রিদস্থ একটি হোটেলে ও ‘দেশের বিরাজমান পরিস্থিতিতে প্রবাসীদের করণীয়’ শীর্ষক এ সভা অনুষ্ঠিত হয়।



সভায় সভাপতিত্ব করেন স্পেন আওয়ামী লীগের সভাপতি শাকিল খান পান্না। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সর্ব ইউরোপীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এম এ গনি।

তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। কিন্তু বিএনপি জামায়াত-শিবিরকে সঙ্গে নিয়ে চরম অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করেছে। বিএনপি গণতান্ত্রিক সব পন্থা পরিহার করে জ্বালাও-পোড়াও কর্মসূচি দিচ্ছে।

এ অনুষ্ঠানে বাংলাদেশ থেকে ভিডিও কনফারেন্সে অংশ নেন সংসদ সদস্য মাহমুদ সামাদ চৌধুরী কয়েস।

স্পেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম নয়ন ও যুগ্ম সম্পাদক আব্দুর রহমানের যৌথ পরিচালনায় সভায় বক্তব্য দেন, আখতার হোসেন আরা, আব্দুল কাইয়ুম সেলিম, এ কে এম জহিরুল ইসলাম, ফয়জুর রহমান বড়ভাই, আইয়ুব আলী সোহাগ, এ কে এম সেলিম রেজা ও দবির আহমেদ তালুকদার প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে বঙ্গবন্ধু ও শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।

বাংলাদেশ সময়: ০৫৫৫ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

থাইল্যান্ড এর সর্বশেষ