ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

তারার ফুল

বাবার সঙ্গে বলিউড তারকারা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৬ ঘণ্টা, জুন ১৭, ২০১৮
বাবার সঙ্গে বলিউড তারকারা বাবার সঙ্গে বলিউড তারকারা

বিশ্বব্যাপী রোববার (১৭ জুন) পালিত হচ্ছে বাবা দিবস। বলিউড তারকারাও এই দিনটি উদযাপন করছেন।

কেউ কেউ বাবার সঙ্গে তোলা পুরনো স্থিরচিত্র সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে শুভেচ্ছা জানিয়েছেন। আবার কেউ কেউ শেয়ার করেছেন সন্তানের সঙ্গে তোলা স্থিরচিত্র।

দেখে নেওয়া যাক বলিউড তারকাদের সেসব স্থিরচিত্র-

** ছোটবেলায় বাবা অনিল কাপুরের কোলে উঠে তোলা স্থিরচিত্র শেয়ার করেছেন সোনম কাপুর আহুজাঅনিল কাপুরের সঙ্গে সোনম কাপুর আহুজা

** ছোট্ট অভিষেকের হাত ধরে হাঁটা শেখাচ্ছেন বাবা অমিতাভ বচ্চন। এমন একটি স্থিরচিত্র শেয়ার করেছেন অভিষেক বচ্চনঅমিতাভ বচ্চনের সঙ্গে অভিষেক বচ্চন** বাবা কর্নেল অজয় কুমার শর্মার সঙ্গে তোলা আদর মাখা স্থিরচিত্র দিয়েছেন অনুশকা শর্মাবাবার সঙ্গে আনুশকা শর্মা** শক্তি কাপুরের সঙ্গে তোলা স্থিরচিত্রটি শেয়ার করেছেন শ্রদ্ধা কাপুর। ছোটবেলায় বাবার কাঁধে উঠে স্থিরচিত্রটি তুলেছিলেন তিনিশক্তি কাপুরের সঙ্গে শ্রদ্ধা কাপুর** বাবার সঙ্গে তোলা স্থিরচিত্র শেয়ার করেছেন নির্মাতা করণ জোহরবাবার সঙ্গে করণ জোহর** বাবা ধর্মেন্দ্র ও বড় ভাই সানি দেওলের সঙ্গে তোলা স্থিরচিত্র শেয়ার করে বাবা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন ববি দেওলসানি দেওল, ধর্মেন্দ্র ও ববি দেওল

**ছেলে আব্রামের সঙ্গে তোলা স্থিত্রচিত্র শেয়ার করেছেন শাহরুখ খানশাহরুখের সঙ্গে তার ছোট ছেলেবাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, জুন ১৭, ২০১৮
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

তারার ফুল এর সর্বশেষ