ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

তারার ফুল

ফিরে দেখা ২০১৫ : বলিউড (২)

বিতর্কিত, আলোচিত, জনপ্রিয়

বৃষ্টি শেখ, নিউজরুম এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৪৩ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৫
বিতর্কিত, আলোচিত, জনপ্রিয় (বাঁ থেকে) আমির খান, ঐশ্বরিয়া রাই বচ্চন, রানী মুখার্জি ও সস্ত্রীক শহিদ কাপুর

বছরজুড়ে বলিউডে অনেক কিছুই আলোচিত-সমালোচিত ঘটনার জন্ম হয়েছে বেশকিছু। চলুন এক নজরে দেখা যাক বলিউডের চলতি বছরটা যেভাবে কাটলো।



বির্তকিত-সমালোচিত
* ধর্মীয় অসহিষ্ণুত‍া আমির খানের মন্তব্য নিয়ে সমালোচনার ঝড় বয়ে গেছে এ বছর। তার স্ত্রী কিরণ রাও সন্তানের নিরাপত্তার কথা ভেবে জানতে চেয়েছিলেন, ভারত ছেড়ে চলে যাওয়া উচিত কি-না। এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আমির একথা জানানোর পর বিতর্ক সৃষ্টি হয়।

* জেমস বন্ডের ২৪তম ছবি ‘স্পেক্টর’-এর চুম্বন দৃশ্য কর্তন করে সমালোচিত হন সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশনের চেয়ারপারসন পেহলাজ নিহালানি। রক্ষণশীল দৃষ্টিভঙ্গির কারণে সামাজিক যোগাযোগের মাধ্যমে তাকে নিয়ে প্রচুর হাসাহাসি হয়েছে।

* অক্টোবরে একটি ছবির প্রদর্শনীর আগে ভারতের জাতীয় সংগীত চলাকালীন প্রেমিক কুশল ট্যান্ডনের সঙ্গে বসে থাকার কারণে বির্তকিত হয়েছেন ‘কহো না পেয়ার হ্যায়’ তারকা আমিশা প্যাটেল। তাকে নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে ট্রলও হয়েছে ব্যাপক।

* বিশ্বকাপ ক্রিকেটের সেমিফাইনালে ভারতের জাতীয় ক্রিকেট দলের খারাপ পারর্ফম্যান্সের পেছনে দোষারোপ করা হয় ক্রিকেটার বিরাট কোহলির প্রেমিকা আনুশকা শর্মাকে। এখানেই শেষ নয়, বিরাট ভালো না খেললেই আনুশকা হয়ে ওঠেন হাসির পাত্রী।

* জুয়েলারির প্রচারণার লক্ষ্যে সাজানো বিজ্ঞাপনে বর্ণবৈষম্যের অভিযোগ ওঠে প্রাক্তন বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চনের ওপর দিয়ে। কৃষ্ণাঙ্গ এক বালককে ছাতা ধরে থাকতে দেখা গেছে। এপ্রিলের এই ঘটনা তুমুল আলোচিত হয়।

* নিজের ৫০তম জন্মদিনে এক সাক্ষাৎকারে শাহরুখ খান ধর্মীয় অসহিঞ্চুতা নিয়ে মন্তব্য করে সমালোচনার জন্ম দেন।

* আগস্টে ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথোরিটি অব ইন্ডিয়া (এফএসএসআই) ম্যাগি নুডলস পণ্য নিষিদ্ধ করে। এ কারণে এর মডেল অমিতাভ বচ্চন, ম‍াধুরী দীক্ষিত ও প্রীতি জিনতা পড়েন রোষানলে। উত্তর প্রদেশের এক আইনজীবী তিন তারকার বিরুদ্ধে মামলা ঠুকে দেন। তবে গত মাসে সব ঝামেলা চুকেছে।

* দু’বার নিজের নগ্ন এমএমএস ফাঁস হয়ে যাওয়ায় সমালোচিত হন দক্ষিণী ছবির অভিনেত্রী রাধিকা আপ্তে। ফেব্রুয়ারিতে নগ্ন ছবি ছড়িয়ে পড়ে অনলাইনে। তিনি শুরুতে অস্বীকার করলেও এপ্রিলে জানা যায়, এগুলো অনুরাগ কাশ্যাপের স্বল্পদৈর্ঘ্য ছবির অংশ। এটি তৈরি হয় শুধু আন্তর্জাতিক বাজারের জন্য।

* এআইবি রোস্ট অনুষ্ঠানের ভিডিও ফেব্রুয়ারিতে অনলাইনে আপলোড হওয়ার পর সমালোচিত হন রণবীর সিং ও অর্জুন কাপুর। বলিউডের এ দুই তারকা এবং নির্মাতা করণ জোহরের বিরুদ্ধে অভিযোগ গঠন করে পুলিশ। আমির খান ও সালমান খানের মতো তারকাদের কাছেও অশ্লীল মনে হলেও অনুরাগ কাশ্যাপ কথা বলা ও অভিব্যক্তি প্রকাশের স্বাধীনতাকে সমর্থন জানান। অবশ্য এআইবির সদস্যরা ভিডিওগুলো প্রত্যাহার করে নেন।

* বলিউড অভিনেত্রী জিয়া খান আত্মহত্যার আড়াই বছর পর তার প্রেমিক বলিউড অভিনেতা সুরজ পাঞ্চোলির বিরুদ্ধে চার্জশিট গঠন করে সিবিআই। চলতি মাসে সুরজের বিরুদ্ধে চার্জশিট জমা দিয়েছে গোয়েন্দা সংস্থাটি।

* মে মাসে মুম্বাইয়ের সি প্রিন্সেস হোটেলের পানশালায় হাঙ্গামা ও নিরাপত্তাকর্মীর গায়ে হাত তোলার কারণে গ্রেফতার হয়েছিলেন বলিউড অভিনেতা আদিত্য পাঞ্চোলি। ৫০ হাজার রুপি জরিমানা দিয়ে জামিন পান তিনি।

* আগস্টে কন্যাসন্তান ইকরার নাকে অস্ত্রোপচারের কারণ দেখিয়ে প্যারোলে আবার ছাড়া পেয়ে সমালোচনার জন্ম দেন সঞ্জয় দত্ত। অভিযোগ ওঠে, তারকা হওয়ায় বিশেষ সুবিধা পাচ্ছেন তিনি।

* বলিউড নির্মাতা, গীতিকার, সুরকারদের অনেকে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ফিরিয়ে দিয়ে আলোচনার জন্ম দেন। চেয়ারম্যান অব ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অব ইন্ডিয়ার (এফটিআইআই) চেয়ারম্যান পদে গজেন্দ্র চৌহানকে দায়িত্ব দেওয়ার পর প্রতিবাদ জানান অনেক চলচ্চিত্র নির্মাতা। দিবাকর ব্যানার্জি ও আনন্দ পাঠবর্ধন নিজের পুরস্কার ফিরিয়ে দেন। বিআর জোপড়ার ‘মহাভারত’ টিভি সিরিয়ালে যুধীষ্ঠির চরিত্রে অভিনয় করেন গজেন্দ্র। ১৩৯ দিন পর অবশেষে বিক্ষোভের অবসান ঘটে।

প্রত্যাবর্তন
ঐশ্বরিয়া রাই বচ্চন (জাজবা), কাজল (দিলওয়ালে), সুস্মিতা সেন (নির্বাক), লারা দত্ত (সিং ইজ ব্লিং), শাইনি আহুজা (ওয়েলকাম ব্যাক) ও অসিন (অল ইজ ওয়েল)।

অনুপস্থিত
আমির খান : কুস্তিগীর মহাবীর ফোগাতের জীবন নির্ভর ছবি ‘দঙ্গল’-এর কাজ নিয়ে ব্যস্ত। সর্বশেষ ছবি ‘পিকে’ (২০১৪)।
হৃতিক রোশন : আশুতোষ গোয়াড়িকরের ‘মহেঞ্জোদারো’ নিয়ে ব্যস্ত। ২০১৬ সালের ১২ আগস্ট মুক্তি পাবে এটি।
টাইগার শ্রফ : রেমো ডি’সুজা ও সাব্বির খানের পৃথক দুটি ছবিতে চুক্তিবদ্ধ। এখন ব্যস্ত ‘বাঘি’র ক‍াজ নিয়ে। এতে তার সহশিল্পী শ্রদ্ধা কাপুর। এ ছাড়া সুপারহিরোর চরিত্রে ‘অ্যা ফ্লাইং জেট’ ছবির কাজও আছে হাতে। সহশিল্পী জ্যাকুলিন ফার্নান্ডেজ।
পরিণীতি চোপড়া : কোনো ছবি নেই হাতে। সর্বশেষ ছবি ‘কিল দিল’ (২০১৪)।
আদিত্য রয় কাপুর : অভিষেক কাপুরের ‘ফিতুর’ নিয়ে ব্যস্ত। সহশিল্পী ক্যাটরিনা কাইফ।

বিয়ে
শহিদ কাপুর-মীরা রাজপুত (৭ জুলাই), সোহা আলি খান-কুনাল খেমু (২৫ জানুয়ারি), গীতা বাসরা-হরভজন সিং (২৮ অক্টোবর), শ্রেয়া ঘোষাল-শিলাদিত্য মুখোপাধ্যায় (৫ ফেব্রুয়ারি), কুনাল কাপুর-ন্যায়না বচ্চন (৯ ফেব্রুয়ারি), মধু ম্যান্টেনা-মাসাবা গুপ্ত (২ জুন), রোহিত রয়-ডিম্পি গাঙ্গুলী (২৭ নভেম্বর), পরিচালক অভিষেক কাপুর-প্রজ্ঞা যাদব (৪ মে)।

মা-বাবা
রানী মুখার্জি-আদিত্য চোপড়া (কন্যাসন্তান আদিরা, ৯ ডিসেম্বর), নওয়াজুদ্দিন সিদ্দিকি-অঞ্জলি সিদ্দিকি (দ্বিতীয় সন্তান, পুত্র, ১৪ মে), মোহিত সুরি-উদিতা গোস্বামী (কন্যাসন্তান, ২ জানুয়ারি), আলি জাফর-আয়েশা ফাজিল (২৩ ফেব্রুয়ারি), বিবেক ওবারয়-প্রিয়াঙ্কা আলভা (দ্বিতীয় সন্তান, কন্যা, ২১ এপ্রিল), অহনা দেওল-বৈভব ভোরা (পুত্রসন্তান, ১২ জুন), ওমি বৈদ্য-মিনাল প্যাটেল (পুত্রসন্তান, ২৪ জুন), বীণা মালিক-আসাদ বশির খান (২৩ সেপ্টেম্বর), সামিরা রেড্ডি-আকাশ ভারদে (পুত্রসন্তান, ২৫ মে), আমনা শরীফ-অমিত কাপুর (পুত্রসন্তান, ১৪ সেপ্টেম্বর)।

বিচ্ছেদ
কঙ্কনা সেন শর্মা-রণবীর শোরে, অনুরাগ কাশ্যাপ-কালকি কোচলিন, করণ সিং গ্রোভার-জেনিয়ার উইঙ্গেট, পুলকিত সম্রাট-শ্বেতা রোহিরা।

মৃত্যু
অভিনেত্রী সাধনা শিবদাসানি (২৫ ডিসেম্বর), অভিনেতা সাঈদ জাফরি (১৪ নভেম্বর), গায়ক-সুরকার আদেশ শ্রীবাস্তব (৫ সেপ্টেম্বর), রবীন্দ্র জৈন (৯ অক্টোবর), হিপ-হপ গায়ক লাভ জানজুয়া (২২ অক্টোবর), পাঞ্জাবি গায়ক র্ধমপ্রীত (৮ জুন), সত্যজিৎ রায়ের স্ত্রী বিজয়া রায় (২ জুন)।

অভিনয় থেকে গানে
সালমান খান (ম্যায় হু হিরো তেরা-হিরো), সোনাক্ষী সিনহা (ইশকহোলিক), কপিল শর্মা (কিস কিসকো পেয়ার কারু), সুরেশ রায়না (মিরুথিয়া গ্যাংস্টারস)।

জনপ্রিয় ১২ গানের ভিডিও :

* গেরুয়া (দিলওয়ালে)


* তু হ্যায় কি নেহি (রয়)


* জিনা জিনা (বদলাপুর)


* মোহ মোহ কি ধাগে (দম লাগা কে হেইশা)


* হামারি আধুরি কাহানি (হামারি আধুরি কাহানি)


* সুন সাথিয়া (এবিসিডি টু)


* ম্যায় হু হিরো তেরা (হিরো)


* আগার তুম সাথ হো (তামাশা)


* জার্নি সং (পিকু)


* তু চাহিয়ে (বজরঙ্গি ভাইজান)


* জি কারদা (বদলাপুর)


* জ্বলতে দিয়ে (প্রেম রতন ধন পায়ো)

পুরনো গানের নতুন সংস্করণ
* অ্যাই মেরে হামসাফার (অল ইজ ওয়েল)
* তুমহে আপনা বানানে কি (হেট স্টোরি থ্রি)
* জব ছায়ে মেরা জাদু (ম্যায় অউর চার্লস)
* আলবেলা সাজান (বাজিরাও মাস্তানি)
* ধীরে ধীরে (হৃতিক রোশন-সোনম কাপুর)
* ম্যায় হু দিওয়ানা (এক পাহেলি লীলা)
* ইস কাদার পেয়ার হ্যায় (ভাগ জনি)
* ঢোল বাজে (এক পাহেলি লীলা)
* দর্দ কারারা (দম লাগা কে হেইশা)
* ওয়েডিং ডা সিজন (শিল্পা শেঠি)

বাংলাদেশ সময়: ০৩৩৩ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৫
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

তারার ফুল এর সর্বশেষ