ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

তারার ফুল

সালমান শাহ স্মরণে...

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০১৫
সালমান শাহ স্মরণে... সালমান শাহ

আগামীকাল ৬ সেপ্টেম্বর ক্ষণজন্মা নায়ক সালমান শাহ’র ১৯তম মৃত্যুবার্ষিকী। ১৯৯৬ সালের এই দিনে তিনি মৃত্যুবরণ করেন।

২০০৩ সাল থেকে তার জন্ম ও মৃত্যুবার্ষিকী ধারাবাহিকভাবে পালন করে আসছে সালমান শাহ স্মৃতি পরিষদ। এবারও ব্যতিক্রম হচ্ছে না।

সংগঠনের সভাপতি এস এম শফি জানান, সালমান জননী নীলা চৌধুরীকে সঙ্গে নিয়ে আগামী ১৯ সেপ্টেম্বর এফডিসি চত্বরে দেশের বিভিন্ন অঙ্গনের তারকা, পরিচালক, প্রযোজক, সাংবাদিক এবং বিশিষ্টজনদের উপস্থিতিতে ব্যাপক আয়োজনের উদ্যোগ নিয়েছে সালমান শাহ স্মৃতি পরিষদ।

বাংলাদেশ সময় : ১৮০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

তারার ফুল এর সর্বশেষ