ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

তারার ফুল

হাসাহাসির ময়দানে ওয়েলকাম ব্যাক!

বৃষ্টি শেখ, নিউজরুম এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১০ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০১৫
হাসাহাসির ময়দানে ওয়েলকাম ব্যাক! ‘ওয়েলকাম ব্যাক’ ছবির অভিনয়শিল্পীরা

হাসতে হাসতে যারা মানুষ খুন করে, তারা মানুষকে হাসাতেও পারে! এ বিপরীত মেরুর বৈশিষ্ট্য দেখা গেছে আট বছর আগে ‘ওয়েলকাম’ ছবির প্রধান চরিত্রগুলোতে। বলিউডের ব্যবসাসফল ছবিটির নতুন পর্ব তৈরি হলো অনেক বছর পর।

নাম ‘ওয়েলকাম ব্যাক’। বলিউডে সিক্যুয়েল তৈরি হয় মুনাফা লাভের আশায়। ‘ওয়েলকাম ব্যাক’ও এর বাইরে নয়। সেই লক্ষ্য নিয়েই ছবিটি মুক্তি পাবে আগামী ৪ সেপ্টেম্বর। আশা করা হচ্ছে, ‘ওয়েলকাম ব্যাক’ প্রথম ছবির চেয়ে আরও ভালো ব্যবসা করবে।

২০০৭ সালে মুক্তি পায় অ্যাকশন-কমেডি ধাঁচের ছবি ‘ওয়েলকাম’। আট বছর পর আসছে এর দ্বিতীয় কিস্তি ‘ওয়েলকাম ব্যাক’। আগেরটির মতো এবারের ছবিও পরিচালনা করেছেন আনিস বাজমি, প্রযোজনায় ফিরোজ এ. নাদিয়াড়ওয়ালা। তবে আগের ছবির দুই তারকা অক্ষয় কুমার ও ক্যাটরিনা কাইফ এবার নেই। মল্লিকা শেরাওয়াতও নেই। অবশ্য প্রথম ছবির তিন তারকা নানা পাটেকর, অনিল কাপুর আর পরেশ রাওয়াল এবারও কাজ করেছেন। নতুন যুক্ত হয়েছেন জন অ্যাব্রাহাম, শ্রুতি হাসান, নাসিরুদ্দিন শাহ, ডিম্পল কাপাডিয়া, অঙ্কিতা শ্রীবাস্তব ও শাইনি আহুজা। আইটেম গানে নেচেছেন ‘হেট স্টোরি টু’খ্যাত সুরভিন চাওলা ও ‘মার্ডার থ্রি’খ্যাত সারা লরেন।

‘ওয়েলকাম’-এর শেষ প্রান্তে উদয় (নানা পাটেকর) এবং মজনু (অনিল কাপুর) অপরাধ জগত ছেড়ে ব্যবসায়ী হয়ে ওঠেন। নতুন ছবিতে তাদের জীবনে আসেন নাজাফগড়ের রাজকুমারী ও রানী চাঁদনী (অঙ্কিতা শ্রীবাস্তব) ও মহারানী (ডিম্পল কাপাডিয়া)। তাদেরকে বিয়ে করার জন্য তর সয় না উদয় ও মজনুর। এর মধ্যে তাদের সৎবোন রাঞ্ঝানার (শ্রুতি হাসান) জীবনে আসে মুম্বাই শহরের পাতি রংবাজ আজ্জু (জন অ্যাব্রাহাম)। সে রাঞ্ঝানার প্রেমে পড়ে যায়। উদয় ও মজনু তাদের সম্পর্কে ভাঙন ধরানোর সবরকম চেষ্টা চালায়। কিন্তু কোনোভাবেই তারা সফল হয় না। তাই তারা সিদ্ধান্ত নেয়, শক্তিশালী ডন ওয়ান্টেড ভাইয়ের (নাসিরুদ্দিন শাহ) সহায়তা নেবেন। আজ্জু তার ভালোবাসা রাঞ্ঝানাকে কীভাবে ওয়ান্টেড ভাই ও তার ছেলের (শাইনি আহুজা) হাত থেকে বাঁচাবে, তা নিয়েই এ ছবির ক্লাইম্যাক্স।     

ওয়েলকাম ব্যাকের অন্তরালে
১. শুটিং সেটে জন অ্যাব্রাহামকে ‘জনু’ বলে ডাকতেন নানা পাটেকর।
২. ডিম্পল কাপাডিয়ার পোশাকের পেছনে খরচ হয়েছে এক কোটি রুপি।

৩. ‘ওয়েলকাম ব্যাক’-এর মাধ্যমে ডিম্পল কাপাডিয়ার সঙ্গে কাজ করার স্বপ্ন পূরণ হয়েছে পরিচালক আনিস বাজমির।
৪. নানা পাটেকর ও পরেশ রাওয়াল শুটিংয়ে একে অপরের সঙ্গে সবসময় মারাঠি ভাষায় কথা বলতেন।
৫. ‘ওয়েলকাম ব্যাক’ ছবিতে একটি মারামারি দৃশ্যধারণের সময় কাঁধে চোট পেয়েছেন জন অ্যাব্রাহাম।

৬. দুবাই রাজপরিবার তাদের ব্যক্তিগত হেলিকপ্টার ধার দিয়েছিলেন ‘ওয়েলকাম ব্যাক’ ছবির শুটিংয়ের জন্য।
৭. অঙ্কিতা শ্রীবাস্তব ছবিটির জন্য নিজেই নিজের পোশাক ডিজাইন করেছেন।
৮. ছবির জন্য একটি অস্থায়ী উল্কি করেন শাইনি আহুজা। তাতে কালি লাগানোর জন্য তিনি প্রতিদিন চার ঘণ্টা আগে সেটে হাজির হতেন।

৯. বিশ্বের প্রথম পাঁচতারা হোটেল হিসেবে পরিচিত দ্য ময়দানে হাস্যরসধর্মী একটি দৃশ্যের কাজ হয়েছে।
১০. জন অ্যাব্রাহামকে একটি বিলাসবহুল লাল গাড়ি চালাতে দেখা যাবে যার নম্বর ‘৭৮৬’। গাড়িতে এই নম্বর লাগানোর পরামর্শ দেন প্রযোজক ফিরোজ।
১১. ‘ওয়েলকাম ব্যাক’ বলিউডের প্রথম ছবি যার শুটিং করা হয়েছে আবুধাবির এমিরেটস প্যালেসের অভ্যন্তরে। এর আগে হলিউডের ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ ছবির দৃশ্যধারণ করা হয়েছিলো এখানে।

১২. ‘টিট্যু’ শিরোনামের একটি গানের জন্য মুম্বাই ফিল্ম সিটিতে এমিরেটস প্যালেসের একটি প্রতিরূপ তৈরি করা হয়েছিলো।
১৩. ‘ওয়েলকাম ব্যাক’ ছবিতে গায়ক হিসেবে আত্মপ্রকাশ করেছেন জন অ্যাব্রাহাম। এর সুর-সংগীত আনু মালিকের।
১৪. দুবাইয়ের মারঘাম মরুভূমিতে গোলাগুলির একটি দৃশ্যধারণ হয়েছে। সেই দৃশ্যকে ফুটিয়ে তুলতে ১০০০ উটের ব্যবস্থা করা হয়।

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০১৫
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

তারার ফুল এর সর্বশেষ