ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

তারার ফুল

আমারও বড় পর্দায় কাজ করার খুব ইচ্ছা : সাফা কবির

বারিশা হক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৮ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৫
আমারও বড় পর্দায় কাজ করার খুব ইচ্ছা : সাফা কবির সাফা কবির / ছবি: নূর / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গত ঈদে পরীক্ষার কারণে টিভি পর্দায় উপস্থিতি কম ছিলো সাফা কবিরের। এ নিয়ে দুঃখও আছে তার।

তবে এখন এক মাসের সেমিস্টার বিরতি চলছে। তাই বিরতিহীন কাজ করবেন বলে জানিয়েছেন জনপ্রিয় এই মডেল-অভিনেত্রী।

এখন কী কী কাজ করছেন?
সাফা কবির : আশুতোষ সুজনের একটি ধারাবাহিকে অভিনয় করছি। রেদোয়ান রনির পরিচালনায় এয়ারটেলের একটি অনলাইন টিভিসির কাজও করলাম। টুকটাক ফটোশুটও করেছি। এ ছাড়া আসন্ন ঈদ উপলক্ষে কয়েকটি নাটকের কাজ আছে হাতে।

পড়াশোনা নাকি কাজ, কোনটা আপনার কাছে গুরুত্বপূর্ণ?
সাফা :  এ পর্যন্ত কখনও ক্লাস বাদ দিয়ে কাজ করিনি। তাই ইচ্ছা থাকা সত্ত্বেও ভালো কিছু নাটক ফিরিয়ে দিতে হয়েছে। নিজেকে শিক্ষিতা নারী হিসেবে দেখাই আমার লক্ষ্য। পাশাপাশি মনে রাখার মতো কিছু কাজ করতে চাই দর্শকদের জন্য।

কাজের ক্ষেত্রে আপনার অনুপ্রেরণা কে?
সাফা : সবার কাজই দেখি কম-বেশি। সবার কাছ থেকেই কিছু না কিছু শেখার আছে। তিশা আপুর অভিনয় অনেক ভালো লাগে এবং আমাকে অনুপ্রেরণা যোগায়।

ইদানীং অনেকেই তাদের ফ্যানপেজে বিভ্রান্তিকর সমালোচনার সম্মুখীন হচ্ছেন। আপনার অফিসিয়াল ফ্যানপেজ নিয়ে কিছু বলুন।
সাফা :  আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত তেমন কোনো ঘটনার সম্মুখীন হতে হয়নি। সত্যি বলতে আমার কাজের প্রশংসা শুনলে নিজেকে সার্থক মনে হয়।

সবাই মডেলিং দিয়ে শুরু করে, পরে বড় পর্দায় চলে যায়। আপনার এমন পরিকল্পনা আছে?
সাফা :  অবশ্যই। আমারও বড় পর্দায় কাজ করার খুব ইচ্ছা। তবে এখনই নয়। আগে ছোট পর্দায় আরও কাজ করে নিজেকে ঝালিয়ে নিই।

বাংলাদেশ সময় : ১৩০৪ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

তারার ফুল এর সর্বশেষ