ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

তারার ফুল

রুনা লায়লার একডজন গান (ভিডিও)

বৃষ্টি শেখ, নিউজরুম এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৩ ঘণ্টা, এপ্রিল ৮, ২০১৫
রুনা লায়লার একডজন গান (ভিডিও) রুনা লায়লা

রুনা লায়লা। এক বিস্ময়কর অধ্যায়।

সুরের ভুবনে ৫০ বছর পূর্ণ করছেন আন্তর্জাতিক  খ্যাতিসম্পন্ন এ কণ্ঠশিল্পী। ১৯৬৪ সালে পাকিস্তানি ছবি 'জুগনু' দিয়ে শুরু। তখন তার বয়স মাত্র সাড়ে ১২ বছর। এরপর বাংলা, হিন্দি, উর্দু, ইংরেজিসহ ১৮টি ভাষায় গান গেয়েছেন তিনি। এ বছরের জুনে সংগীতজীবনের পাঁচ দশক পূর্ণ হবে তার। হৃদয়ছোঁয়া গানে গানে তিনি কেড়েছেন শ্রোতাদের মন। এ পর্যন্ত তার গাওয়া গানের সংখ্যা ১০ হাজারেরও বেশি। এর মধ্যে প্রায় সবই জনপ্রিয়তা পেয়েছে। পাঁচ দশক পূর্তি উপলক্ষে রুনা লায়লার জনপ্রিয় ১২টি গানের ভিডিও দেওয়া হলো এখানে।


* গানেরই খাতায় স্বরলিপি
 

* শিল্পী আমি তোমাদের গান
 

৩. যখন আমি থাকবো না
 

৪. যখন থামবে কোলাহল
 

৫. এই বৃষ্টিভেজা রাতে
 

৬. আমার মন বলে তুমি আসবে
 

৭. পাখি খাঁচা ভেঙে উড়ে গেলে

৮. ৮. বন্ধু তিনদিন তোর বাড়িত গেলাম


৯. সুখ তুমি কী বড় জানতে ইচ্ছে করে
 

১০. আয়রে মেঘ আয়রে
 

১১. প্রতিদিন তোমায় দেখি
 

১২. পান খাইয়া ঠোঁট লাল
 

বাংলাদেশ সময় : ১৩৫৫ ঘণ্টা, এপ্রিল ৮, ২০১৫
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

তারার ফুল এর সর্বশেষ