ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

তারার ফুল

শরীরের যে অংশ বীমা করেছেন হলিউড তারকারা

বৃষ্টি শেখ | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৬ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৫
শরীরের যে অংশ বীমা করেছেন হলিউড তারকারা

হলিউড শব্দটা শুনলেই চোখের সামনে চলে আসে এক ঝলমলে দুনিয়া। সেজন্যই হলিউডের বাসিন্দারা ভক্তদের কাছে স্বপ্নের মতো।

হলিউডের এই বাসিন্দারাদের নতুন নতুন কাজের খবরের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও কৌতূহলের কমতি নেই। কারণ হরহামেশা অদ্ভূত সব কাণ্ড ঘটিয়ে থাকেন তারা! এর মধ্যে অন্যতম বীমা। জীবন নয়, তাদের কেউ কেউ সারা শরীর, কেউবা পা এমনকি হাসিও বীমা করিয়ে রেখেছেন। হলিউডের বিখ্যাত কোন তারকা কে কি বীমা করেছেন, তা দেওয়া হলো এখানে।


* হলিউডের প্রিটি ওম্যান মানেই জুলিয়া রবার্টস। তাই তার হাসির দাম মিলিয়ন ডলার হওয়াই স্বাভাবিক! মার্কিন এই অভিনেত্রী নিজের সুন্দর হাসি বীমা করে রেখেছেন ৩ কোটি ডলারে।


* মার্কিন গায়িকা-অভিনেত্রী জেনিফার লোপেজ তার নিতম্ব বীমা করিয়ে রেখেছে ৩০ কোটি ডলারে।


* জেমস বন্ড বলে কথা! ব্রিটিশ অভিনেতা ড্যানিয়েল ক্রেগ তার সারা শরীর বীমা করিয়ে রেখেছেন ৯৫ লাখ ডলারে।  

 

* মার্কিন পপসম্রাজ্ঞী ম্যাডোনা তার স্তন বীমা করেছেন ২০ লাখ মার্কিন ডলারে।


* বারবাডোজের গায়িকা রিয়ান্না ১০ লাখ ডলারে বীমা করে রেখেছেন তার পা।


* মার্কিন গায়িকা মারায়া ক্যারির তার পা দু’খানা বীমা করেছেন ১০ কেটি ডলারে।


* অস্ট্রেলিয়ান গায়িকা কাইলি মিনোগ তার নিতম্ব বীমা করেছেন ৫০ লাখ ডলারে।  


* জার্মান মডেল হেইডি ক্লুম তার পা বীমা করেছেন ২২ লাখ এবং ১২ লাখ ডলারে।


* মার্কিন মডেল ও টিভি তারকা হলি ম্যাডিসন তার স্তন বীমা করেছেন ১০ লাখ মার্কিন ডলারে।   

বাংলাদেশ সময় : ১৮২৩ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

তারার ফুল এর সর্বশেষ