ব্যক্তিগত টাইমিংয়ের উন্নতির লক্ষ্য নিয়ে হাঙ্গেরির বুদাপেস্টে বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ থেকে অংশগ্রহণ করেছেন দুই সাঁতারু সামিউল ইসলাম রাফি ও যুথী আক্তার। প্রতিযোগিতায় আজ মঙ্গলবার সাতার পুলে নেমেছেন দুই জনই।
১০০ মিটার ব্যাকস্ট্রোক ইভেন্টে জাতীয় পর্যায়ের সেরা টাইমিং রাজবাড়ীর ছেলে রাফিরই। দেশে তার এই ইভেন্টে ৫৮.২৭ সেকেন্ড হলেও আজ বিশ্ব চ্যাম্পিয়নশিপে হয়েছে ৫৪.৩৭। টাইমিং নির্ভর খেলায় ১ সেকেন্ড কমানো অনেক বড় ঘটনা। সেখানে রাফি প্রায় চার সেকেন্ড কমিয়ে তাক লাগিয়ে দিয়েছেন। টাইমিংয়ে উন্নতি করলেও সামগ্রিক ফলাফলে অবশ্য সুবিধাজনক অবস্থানে নেই রাফি। এই ইভেন্টে ৫৪ জন প্রতিযোগীর মধ্যে বাংলাদেশের রাফির অবস্থান ৪৬ তম।
আজ নারীদের ১০০ মিটার ব্যাকস্ট্রোকে অংশ নিয়েছিলেন বাংলাদেশের যুথী। তিনি ৬৩ জনের মধ্যে হয়েছেন ৬০তম। ব্যক্তিগত টাইমিং উন্নতি হয়েছে তা0রও। দেশে এই ইভেন্টে যুথির টাইমিং ছিল ১ মিনিট ১১.৮৩ সেকেন্ড। আজ হাঙ্গেরিতে হয়েছে ১ মিনিট ১১.২৫ সেকেন্ড। ১২ ডিসেম্বর রাফি ও যুথী দুই জন ব্যাকস্ট্রোকে ৫০ মিটার ইভেন্টে অংশ নেবেন।
বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২৪
এআর