জাতীয় পর্যায়ে বিভিন্ন ক্ষেত্রে ইতিবাচক অবদানের জন্য বেগম রোকেয়া পদক প্রদান করে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। নারী জাগরণের অগ্রদূত ছিলেন বেগম রোকেয়া।
সমাজ, নারী শিক্ষা ও নারীর ক্ষমতায়নে অসামান্য অবদানের জন্য চার জন বিশিষ্ট নারীকে বেগম রোকেয়া পদক-২০২৪ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের ১৪৪তম জন্ম ও ৯২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ওসমানী স্মৃতি মিলনায়তনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় বেগম রোকেয়া পদক প্রদান অনুষ্ঠানের আয়োজন করে। বর্ষীয়ান দাবাড়ু রানী হামিদের অনুপস্থিতিতে তার ছেলে জাতীয় দলের সাবেক ফুটবলার কায়সার হামিদ এই পদক গ্রহণ করেন।
বেগম রোকেয়া পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় প্রধান উপদেষ্টা বলেছেন, বেগম রোকেয়ার স্মৃতিকে ধারণ করে তাকে সম্মানিত করতে পেরে আমরা গর্বিত।
বাংলাদেশ সময় : ১৪৫৩ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০২৪
এআর/এএইচএস