ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

প্রধান উপদেষ্টা নারী ফুটবলারদের সমস্যা সমাধানের উদ্যোগ নেবেন: আসিফ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৫ ঘণ্টা, নভেম্বর ২, ২০২৪
প্রধান উপদেষ্টা নারী ফুটবলারদের সমস্যা সমাধানের উদ্যোগ নেবেন: আসিফ

ঢাকা: সাফ চ্যাম্পিয়নশিপজয়ী নারী ফুটবলাররা দেশের ফেরার পর তাদের বেতন, আবাসনসহ বেশ কিছু সমস্যা ফের আলোচনায় এসেছে।  সেসব সমস্যার কথা আজ প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সামনে তুলে ধরেছেন সাবিনা-ঋতুপর্ণারা।

এসব সমস্যা সমাধানের ব্যাপারে প্রধান উপদেষ্টা ব্যক্তিগতভাবে উদ্যোগ নেবেন বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।   

শনিবার (২ নভেম্বর) দুপুরে সাফজয়ী নারী ফুটবল দলকে প্রধান উপদেষ্টার সংবর্ধনা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, 'আবাসন সমস্যা, অনুশীলন, বেতন কাঠামোসহ নারী ফুটবলারদের সব সমস্যার বিষয়ে আলোচনা হয়েছে। আগামী দুই-তিন দিনের মধ্যে ফুটবলাররা তাদের সমস্যাগুলো লিখিতভাবে দেবেন। সেটা সরাসরি স্যারের (প্রধান উপদেষ্টা) কাছে পৌঁছে দেব। বাফুফের নতুন কমিটির সঙ্গে মিলে নারী ফুটবল দলের সমস্যা এবং ফুটবলের যে সমস্যা সব আমরা সমাধান করব। '

তিনি বলেন, 'ফুটবলাররা জানিয়েছেন, ক্যাম্পটা সারা বছর চলার কারণে এই সাফল্য সম্ভব হয়েছে। সেটাকে যেন সারা বছর চলমান রাখা যায়, সে আবদার তারা করেছেন। '

সংবর্ধনা অনুষ্ঠানে বাফুফের কেউ না থাকার বিষয়ে আসিফ মাহমুদ বলেন, 'বাফুফের সভাপতি দেশে ছিলেন না, যে কারণে বাফুফের কেউ আজকে নেই। আমার কাছে যে ২৫ জনের তালিকা এসেছে, আমরা তাদেরকে এখানে আনার ব্যবস্থা করেছি। '

তিনি বলেন, 'আমাদের দেশের প্রেক্ষাপটে আমাদের যতটুকু সামর্থ্য আছে চেষ্টা করব। স্পোর্টসের স্টেকহোল্ডার হচ্ছে আমাদের খেলোয়াড়রা। তারাই সবার ঊর্ধ্বে থাকবে। কিন্তু সবার ঊর্ধ্বে ছিলেন কমিটির মেম্বাররা, সেটা আর হবে না। এটা অন্তত আমার নিশ্চিত করব ইনশাআল্লাহ। '

ফুটবলারদের বেতন বকেয়া প্রসঙ্গে ক্রীড়া উপদেষ্টা বলেন, 'আমি যতটুকু জানি যে দুই মাসের বেতন বাকি আছে। আপনারা জানেন এতদিন বাফুফেতে সালাউদ্দিন সাহেবের কমিটি ছিল। এখন নতুন কমিটি এসেছে, নতুন কমিটির সঙ্গে আমরা এই কথাগুলো নিয়ে কাজ করব। ভবিষ্যতেও যেন বাকি না থাকে। বাফুফের বিশাল অঙ্কের ঋণ রয়েছে, কেন হলো এরকম? কোন কোন জায়গায় আর্থিক অনিয়ম হয়েছে আপনারাই (মিডিয়া) বিভিন্ন সময়ে বলেছেন। সেগুলো নিয়ে অলরেডি নতুন কমিটিকে অডিট করার জন্য বলেছি। যদি কোথাও অনিয়ম হয়ে থাকে, আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য বলেছি। '

এর আগে বেলা ১১টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাফজয়ী নারী ফুটবল দলকে সংবর্ধনা দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।  

সংবর্ধনা অনুষ্ঠানে নারী দলের পক্ষ থেকে ফুটবলারদের অটোগ্রাফ সংবলিত অধিনায়ক সাবিনা খাতুনের একটি জার্সি উপহার দেওয়া হয় প্রধান উপদেষ্টাকে। পরে নারী দলের সঙ্গে আনুষ্ঠানিক ফটোসেশনে অংশ নেন প্রধান উপদেষ্টা।  

গত ৩০ অক্টোবর স্বাগতিক নেপালকে তাদের মাটিতেই ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো সাফ চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। এরপর বৃহস্পতিবার দেশে ফেরেন সাফজয়ীরা। ছাদখোলা বাসে তাদের বিমানবন্দর থেকে আনা হয় বাফুফে ভবনে। সেখানে ফুটবলারদের ফুল দিয়ে বরণ করে নেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। সেই সঙ্গে পুরস্কার হিসেবে সাফজয়ীদের হাতে এক কোটি টাকা পুরস্কার তুলে দেন তিনি। বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) নবনির্বাচিত সভাপতি তাবিথ আউয়াল তাদের অভিনন্দন জানান।

বাংলাদেশ সময়: ১৫৩৪ ঘণ্টা, নভেম্বর ০২, ২০২৪
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।