ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

ফের উজ্জ্বল মোস্তাফিজ, চেন্নাইয়ের টানা দ্বিতীয় জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৫ ঘণ্টা, মার্চ ২৭, ২০২৪
ফের উজ্জ্বল মোস্তাফিজ, চেন্নাইয়ের টানা দ্বিতীয় জয়

এবারের আইপিএলে শুরুটা দুর্দান্ত হয়েছিল মোস্তাফিজুর রহমানের।  চেন্নাই সুপার কিংসের জার্সিতে অভিষেকেই পেয়েছিলেন ৪ উইকেট।

 জিতে নিয়েছিলেন ম্যাচসেরার পুরস্কারও।  এবার দ্বিতীয় ম্যাচেও চেন্নাইয়ের জয়ে ভূমিকা রাখলেন বাংলাদেশের এই তারকা পেসার।

আজ গুজরাট টাইটানসের বিপক্ষে দাপুটে জয় পেয়েছে চেন্নাই।  ম্যাচে নিয়ন্ত্রিত বোলিংয়ের পাশাপাশি মোস্তাফিজ তুলে নিয়েছেন ২ উইকেট।  

গুজরাটের ইনিংসের দ্বিতীয় ওভারেই বল হাতে নেন মোস্তাফিজ।  কিন্তু খরচ করেন ১০ রান৷ এরপর আবার আক্রমণে আসেন একাদশ ওভারে।  এবার ১৩ রান দিয়েও উইকেটের দেখা পাননি।

তবে নিজের তৃতীয় ওভারের দ্বিতীয় বলে উইকেট পেয়ে যান মোস্তাফিজ।  এই ওভারে দেন মাত্র ১ রান।  নিজের শেষ ওভারে ফের উইকেট নিয়েছেন তিনি।  সব মিলিয়ে ৪ ওভার বোলিং করে ৩০ রান দিয়ে ২ উইকেট পান ‘দ্য ফিজ’।

মোস্তাফিজের দারুণ বোলিংয়ের দিনে বড় জয় নিয়ে মাঠ ছেড়েছে চেন্নাইও। গুজরাটকে ৬৩ রানে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা।  

প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ২০৬ রানের বড় স্কোর গড়ে চেন্নাই।  জবাবে ৮ উইকেটে ১৪৩ রান করতে পেরেছে গুজরাট।  

গুজরাটের ভরাডুবির পেছনে মোস্তাফিজের দারুণ বোলিং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।  আর যাকে চেন্নাইয়ে মোস্তাফিজের প্রধান প্রতিদ্বন্দ্বী ভাবা হচ্ছে, সেই লঙ্কান পেসার মাথিশা পাথিরানাও আজ ভালো বোলিং করেছেন।  ৪ ওভারে ২৯ রান খরচে নিয়েছেন ১ উইকেট।

বাংলাদেশ সময়: ০০৪৪ ঘণ্টা, মার্চ ২৬, ২০২৪
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।