হিমালয়ের পাদদেশে অবস্থান বাংলাদেশের উত্তরাঞ্চলের জেলা পঞ্চগড়ের। ঋতু পরিবর্তনের পালায় দেশের সবথেকে বেশি শীত প্রবণ এলাকা উত্তরের জেলা পঞ্চগড়।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে কম্বল বিতরণ করেন শুভসংঘের বন্ধুরা। ঠাণ্ডায় কম্বল পেয়ে খুশি এলাকার মানুষ। তারা বলছেন এবার শীতে কেউ খোঁজ না নিলেও বসুন্ধরা শুভসংঘের কম্বল পেয়ে খানিকটা হলেও আরাম পাবেন।
শীতার্তদের মধ্যে বুলবুল নামের একজন বলেন, ‘তোমরা খুঁজি খুঁজি কম্বল দেছেন।
খুব ভালো লাগিল। তোমার কম্বল পায়ে কিছুটা আরাম হবে বাড়ে। আল্লাহ তোমার ভালো করুক। ’
কম্বল পেয়ে বৃদ্ধা আম্বিয়া বলেন, ‘বাবা মোর কোন ছোয়া পোয়া নাই, হামি গরিব একজন মানুষ কাথা কম্বল ঘরোত নাই তোমরা যে মোক কম্বল খান দিলেন এতে মোর অনেক উপকার হইল।
বসুন্ধরা শুভসংঘের সভাপতি মো: নিয়াজ আহসান নিশাতের নেতৃত্বে অন্যান্যদের সাথে কম্বল বিতরণে অংশগ্রহণ করেন নাহিদ সিদ্দিক বাপ্পি, জয় রায়, ইমরান সহ শুভসংঘের স্বেচ্ছাসেবী বন্ধুরা।
বাংলাদেশ সময়: ২০৩৪ ঘণ্টা, ডিসেম্বর গ১০, ২০২৪
নিউজ ডেস্ক