ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

ডিএসইর এমডি ছানাউল হক এবং সিএসইর মামুন-উর-রশিদ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২৬ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২০
ডিএসইর এমডি ছানাউল হক এবং সিএসইর মামুন-উর-রশিদ

ঢাকা: দেশের দুই পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসইর) নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগের প্রস্তাব অনুমোদন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বুধবার (২২ জানুয়ারি) বিএসইসির ৭১৫তম কমিশন সভায় এ অনুমোদন দেওয়া হয়। সংস্থার নির্বাহী পরিচালক আনোয়ারুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিএসইর এমডি পদে কাজী ছানাউল হক এবং সিএসইর এমডি পদে মামুন-উর-রশিদের নিয়োগের প্রস্তাব অনুমোদন করেছে বিএসইসি।

ডিএসইর নতুন ব্যবস্থাপনা পরিচালক কাজী ছানাউল হক সর্বশেষ কর্মসংস্থান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বে ছিলেন। এর আগে তিনি সরকারি বিনিয়োগ প্রতিষ্ঠান আইসিবি’র ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করেন।

অন্যদিকে সিএসইর নতুন ব্যবস্থাপনা পরিচালক মামুন-উর-রশিদ সর্বশেষ বেসরকারি স্ট্যান্ডার্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।

গত ৯ জানুয়ারি ডিএসইর পরিচালকদের সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে ছানাউল হককে এমডি হিসেবে নির্বাচন করা হয়। একইদিনে পর্ষদের নির্বাচনের বিষয়টি অনুমোদন চেয়ে কমিশনে চিঠি দেয় ডিএসই।

বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২০
এসএমএকে/এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।