ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

পুঁজিবাজারের পতন অনুসন্ধানে বিএসইসি’র তদন্ত কমিটি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৩ ঘণ্টা, জুলাই ২২, ২০১৯
পুঁজিবাজারের পতন অনুসন্ধানে বিএসইসি’র তদন্ত কমিটি

ঢাকা: পুঁজিবাজারে অব্যাহত পতনের কারণ অনুসন্ধানে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

রোববার (২১ জুলাই) সন্ধ্যায় এই কমিটি গঠন করা হয়েছে বলে বাংলানিউজকে জানিয়েছেন বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সাইফুর রহমান।

তিনি বলেন, বিএসইসির পরিচালক রেজাউল করিমকে আহ্বায়ক করে চার সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে।

কমিটি আগামী ১৫ কার্যদিবসের মধ্যে তাদের প্রতিবেদন জমা দেবে কমিশনে।

তিনি আরো বলেন, পুঁজিবাজারে অব্যাহত পতনের কারণসহ অস্বাভাবিক কোনো লেনদেন হচ্ছে কিনা কমিটি তা খতিয়ে দেখবে।

কমিটর অন্য সদস্যরা হলেন বিএসইসির উপ-পরিচালক মো. অহিদুল ইসলাম, মো. নজরুল ইসলাম ও মো. রাকিবুর রহমান।

বাংলাদেশ সময়: ২০৩১ ঘণ্টা, জুলাই ২১, ২০১৯
এসএমএকে/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।