ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

পুঁজিবাজারে সূচক কমেছে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৮ ঘণ্টা, জুন ২৩, ২০১৯
পুঁজিবাজারে সূচক কমেছে

ঢাকা: সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (২৩ জুন) দেশের প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমেছে। তবে এদিন ডিএসইতে টাকার পরিমাণে লেনদেন কমলেও বেড়েছে সিএসইতে।

ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১২ পয়েন্ট কমে ৫ হাজার ৩৮৪ পয়েন্টে অবস্থান করছে।

অপর দুই সূচকের মধ্যে শরিয়াহ সূচক ২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ২৩১। তবে ডিএসই-৩০ সূচক ২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৮৯৬ পয়েন্টে।

এদিন ডিএসইতে ৩৩৮ কোটি ২০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে ১০৭ কোটি টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল ৪৪৫ কোটি টাকার।

ডিএসইতে লেনদেন হওয়া ৩৪৯টি কোম্পানির মধ্যে ৮৮টির প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে, কমেছে ২২১টি এবং অপরিবর্তিত রয়েছে ৪০টি কোম্পানির শেয়ার।

টাকার অংকে ডিএসইতে শীর্ষ ১০ প্রতিষ্ঠান হলো- ইউনাইটেড পাওয়ার, ইস্টার্ন ইন্স্যুরেন্স, গ্লোবাল ইন্স্যুরেন্স, ফরচুন সুজ, স্কয়ার ফার্মা, জেএমআই সিরিঞ্জ, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স, আমান ফিড, মুন্নু সিরামিক এবং সেন্ট্রাল ইন্স্যুরেন্স।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ২৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৬ হাজার ৪৯৫ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৫১টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৬২টির, কমেছে ১৫৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১টির দর।  

এ বাজারে ১১৩ কোটি ১৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে ৭১ কোটি টাকা বেশি। আগের দিন ৪১ কোটি ৯০ লাখ টাকার লেনদেন হয়েছিল।

বাংলাদেশ সময়: ১৬৩৭ ঘণ্টা, জুন ২৩, ২০১৯
এসএমএকে/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।