ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

পুঁজিবাজারে সূচকের পতন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৪ ঘণ্টা, মে ৭, ২০১৯
পুঁজিবাজারে সূচকের পতন

ঢাকা: সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (০৭ মে) পুঁজিবাজারে সূচকের পতন হয়েছে। এ দিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমেছে।

ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিকে নিয়ন্ত্রণ সংস্থা সিকউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ইতিবাচক পদক্ষেপের পরও বাজারে পতন বিনিয়োগকারীদের মধ্যে হতাশা দেখা দিয়েছে।

এ ব্যাপারে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের সভাপতি মিজান উর রশিদ চৌধুরী বাংলানিউজকে বলেন, বিএসইসির নানামুখী পদক্ষেপের পরও বাজারে পতন বিনিয়োগকারীদের মধ্যে হতাশা দেখা দিয়েছে। বাজার এভাবে চলতে থাকলে আমরা নিঃস্ব হয়ে যাব। বাজারে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের নিষ্ক্রিয়তা এর অন্যতম কারণ বলে মনে করেন তিনি।

মঙ্গলবার ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৫২ পয়েন্ট কমে ৫ হাজার ২৮৯ পয়েন্টে অবস্থান করছে। অন্য সূচকের মধ্যে শরিয়াহ সূচক ১১ পয়েন্ট এবং ডিএসই ৩০ সূচক ১৯ পয়েন্ট কমে যথাক্রমে ১ হাজার ২২২ ও এক হাজার ৮৬১ পয়েন্টে রয়েছে।

ডিএসইতে এ দিন টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৪৩৩ কোটি ৫০ লাখ টাকার। যা আগের দিন থেকে ৩৪ কোটি টাকা কম। আগের দিন (০৬ মে) ডিএসইতে লেনদেন হয়েছিল ৪৬৭ কোটি ৩৪ লাখ টাকার।

এদিকে মঙ্গলবার ডিএসইতে ৩৪৭টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৫৭টির কমেছে ২৬২টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর।

ডিএসইতে এ দিন টাকার পরিমাণে সর্বোচ্চ লেনদেন হওয়া ১০টি কোম্পানি হলো— ফরচুন সুজ, পাওয়ার গ্রিড, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল, ইস্কয়ার নিট, মুন্নু সিরামিক, ইন্দো-বাংলা, ফাইন ফুড, ন্যাশনাল টিউবস ও গ্রামীণ ফোন।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই মঙ্গলবার ১৬৩ পয়েন্ট কমে ১৬ হাজার ২৩১ পয়েন্টে অবস্থান করছে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২২৬টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৪৭টির, কমেছে ১৬১টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮টির দর। এ দিন সিএসইতে ২৬ কোটি ৪৯ লাখ টাকার লেনদেন হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৫২ ঘণ্টা, মে ০৭, ২০১৯
এসএমএকে/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।