ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

এমারেল্ড অয়েলের প্রধান নির্বাহীসহ ৩ জনকে জরিমানা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৫ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৯
এমারেল্ড অয়েলের প্রধান নির্বাহীসহ ৩ জনকে জরিমানা

ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান এমারেল্ড অয়েলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও দুই পরিচালককে ১৫ লাখ টাকা জরিমানা করেছে নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বুধবার (২৭ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটি ৩০ জুন ২০১৭ সালের আর্থিক প্রতিবেদন দাখিল করতে করতে ব্যর্থ হওয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আহসানুল হক তুষার, পরিচালক সজন কুমার বসাক এবং পরিচালক অমিতাভ ভৌমিককে ৫ লাখ টাকা করে মোট ১৫ লাখ টাকা জরিমানা করা করেছে।

বাংলাদেশ সময়: ১৯৪২ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৯
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।