ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

সূচক পতনে পুঁজিবাজারে সপ্তাহ শুরু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৪ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৮
সূচক পতনে পুঁজিবাজারে সপ্তাহ শুরু

ঢাকা: সূচকের নিন্মমুখী প্রবণতায় সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (০৯ ডিসেম্বর) দেশের পুঁজিবাজারে লেনদেন হয়েছে। ব্যাংক, প্রকৌশল এবং আর্থিক প্রতিষ্ঠানসহ বেশির ভাগ খাতের শেয়ারের দাম কমায় দিনশেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমেছে ২৬ পয়েন্ট। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমেছে ১০৭ পয়েন্ট।

সূচকের পাশাপাশি এদিন কমেছে বাজার মূলধনও। এর ফলে গত সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (০৬ ডিসেম্বর) ও চলতি সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (০৯ ডিসেম্বর) টানা দু’দিন পুঁজিবাজারে দরপতন হলো।

তবে তার আগে টানা চার কার্যদিবস সূচক বেড়েছিলো।  

ডিএসই’র তথ্যমতে, রোববার এ বাজারে ১২ কোটি ৬৯ লাখ ৯৫ হাজার ৭২১টি শেয়ারের হাতবদল হয়েছে। এতে লেনদেন হয়েছে ৫১৬ কোটি ৭৯ লাখ ৫ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৫১৪ কোটি ৪ লাখ ৫৫ হাজার টাকার। তার আগের দিন লেনদেন হয়েছিলো ৬৭৯ কোটি ৫৯ লাখ ৪৭ হাজার টাকা।  

এদিন ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স ২৬ দশমিক ৫৭ পয়েন্ট কমে ৫ হাজার ৩০৬ পয়েন্টে অবস্থান নেয়। অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ইনডেক্স ২ দশমিক ১৪ পয়েন্ট কমে অবস্থান নেয় ১ হাজার ২২২ পয়েন্টে এবং ডিএস-৩০ ইনডেক্স ৬ দশমিক ৮০ পয়েন্ট কমে দাঁড়ায় ১ হাজার ৮৫৫ পয়েন্টে।

ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১১২টির, কমেছে ১৯৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টি কোম্পানির শেয়ারের দাম।

অন্যদিকে সিএসইতে সার্বিক সূচক ১০৭ পয়েন্ট কমে ১৬ হাজার ২৫৭ পয়েন্টে অবস্থান করছে। বাজারে লেনদেন হওয়া কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ৬৮টির, কমেছে ১৬৫টির এবং ১৬টি কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে।

এ বাজারে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ২০ কোটি ১৯ লাখ ৩১ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ২২ কোটি ১২ লাখ ৩৯ হাজার টাকা। তার আগের দিন লেনদেন হয়েছিলো ২৯ কোটি ৭৭ লাখ ৩৪ হাজার টাকার।  

বাংলাদেশ সময়: ১৫৪২ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৮
এমএফআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।