ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

পুঁজিবাজারে মূল্যসংশোধন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০১ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৮
পুঁজিবাজারে মূল্যসংশোধন

ঢাকা: টানা চারদিন উত্থানের পর সপ্তাহের পঞ্চম ও শেষ কার্যদিবস বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) সূচকের নিম্নমুখী প্রবণতায় দেশের পুঁজিবাজারে লেনদেন হয়েছে। এদিন সূচকের পাশাপাশি কমেছে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম ও লেনদেন। এর আগে গত রোববার থেকে বুধবার সূচকের উত্থান হয়েছিলো।

সূচক ওঠানামার মধ্যদিয়ে এদিনের লেনদেন শুরু হয়ে চলে পৌনে ১০টা পর্যন্ত। এরপর ব্যাংক, বিমা এবং আর্থিক প্রতিষ্ঠানসহ বেশির ভাগ খাতের শেয়ারের দাম কমায় সূচকের নিম্নমুখী প্রবণতায় লেনদেন হয়।

ফলে দিন শেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমেছে ২৮ পয়েন্ট। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমে ১০৭ পয়েন্ট। বাজার সংশ্লিষ্টরা বলছেন, টানা চারদিন পর পুঁজিবাজারে মূল্যসংশোধন হয়েছে।

ডিএসই’র তথ্যমতে, বৃহস্পতিবার এ বাজারে ১৫ কোটি ৫ লাখ ৫৪ হাজার ১৬টি শেয়ারের হাতবদল হয়েছে। এতে লেনদেন হয়েছে ৫১৪ কোটি ৪ লাখ ৫৫ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ৬৭৯ কোটি ৫৯ লাখ ৪৭ হাজার টাকা। তার আগের দিন লেনদেন হয়েছিলো ৬৮৩ কোটি ৪৮ লাখ ৫৬ হাজার টাকার।

এদিন ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স ২৮ দশমিক ৩০ পয়েন্ট কমে ৫ হাজার ৩৩২ পয়েন্টে অবস্থান নেয়। অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ইনডেক্স ৭ দশমিক ৬ পয়েন্ট কমে অবস্থান নেয় ১ হাজার ২২৪ পয়েন্টে। তবে ডিএস-৩০ ইনডেক্স ৯ দশমিক ৯৫ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ১ হাজার ৮৬২ পয়েন্টে।

ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৭৬টির, কমেছে ১৩১টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টি কোম্পানির শেয়ারের দাম।

অন্যদিকে সিএসইতে সার্বিক সূচক ১০৭ পয়েন্ট কমে ১৬ হাজার ৪২৬ পয়েন্টে অবস্থান করছে। বাজারে লেনদেন হওয়া কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ৭৪টির, কমেছে ১৫৩টির এবং ১৮টি কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে।

এ বাজারে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ২২ কোটি ১২ লাখ ৩৯ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিলো ২৯ কোটি ৭৭ লাখ ৩৪ হাজার টাকার। তার আগের দিন লেনদেন হয়েছিলো ৩২ কোটি ৫৬ লাখ ৯২ হাজার টাকার।  

বাংলাদেশ সময়: ১৫৫৯ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৮
এমএফআই/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।