ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

পুঁজিবাজারে বড় উত্থান!

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫২ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০১৮
পুঁজিবাজারে বড় উত্থান! ডিএসই-সিএসই লোগো

ঢাকা: দু’দিন সূচক সামান্য বাড়ার পর সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (০৪ ডিসেম্বর) বড় ধরনের উত্থানের মধ্যদিয়ে দেশের পুঁজিবাজারে লেনদেন হয়েছে।
 

বিনিয়োগকারী ও বাজার সংশ্লিষ্টরা বলছেন, নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) পুঁজিবাজারে বিশেষ অবদানের জন্য অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতকে সংবর্ধনা দিচ্ছে। তাই এদিন মার্কেট সাপোর্ট দিয়ে রাখা হয়েছে।



ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশসহ (আইসিবি) বেশ কিছু প্রতিষ্ঠানের মার্কেট সাপোর্টের ফলে এদিন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসহ অধিকাংশ খাতের প্রায় সব শেয়ারের দাম বেড়েছে। ফলে বড় ধরনের উত্থান হয়েছে।

সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় মঙ্গলবার দিনের লেনদেন হয়। এদিন শেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে ৪৮ পয়েন্ট। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়েছে ১২৬ পয়েন্ট।

সূচকের পাশাপাশি বেড়েছে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম ও লেনদেন। এর ফলে গত সপ্তাহে দুই কার্যদিবস দরপতনের পর নতুন সপ্তাহে টানা তিন কার্যদিবস পুঁজিবাজারে উত্থান হলো।

ডিএসই’র তথ্যমতে, মঙ্গলবার এ বাজারে ২১ কোটি ৪০ লাখ ৫৫ হাজার ৭৭৯টি শেয়ারের হাতবদল হয়েছে। এতে লেনদেন হয়েছে ৬৮৩ কোটি ৪৮ লাখ ৫৬ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিল ৫৪৯ কোটি ৮৬ লাখ ২ হাজার টাকা। তার আগের দিন লেনদেন হয়েছিল ৫৭৬ কোটি ৫৪ লাখ ২৮ হাজার টাকার।

এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪৮ দশমিক ৮৭ পয়েন্ট বেড়ে ৫ হাজার ২৪৫ পয়েন্টে অবস্থান নেয়। অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ইনডেক্স ৯ দশমিক ৬০ পয়েন্ট বেড়ে অবস্থান নেয় ১ হাজার ২৩৪ পয়েন্টে। এছাড়া ডিএস-৩০ ইনডেক্স ১৪দশমিক ৪১ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ১ হাজার ৮৭০ পয়েন্টে।

ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২১১টির, কমেছে ৮৫টির ও অপরিবর্তিত রয়েছে ৪৫টি কোম্পানির শেয়ারের দাম।

অন্যদিকে, সিএসইতে সার্বিক সূচক ১২৬ পয়েন্ট বেড়ে ১৬ হাজার ৩৯৯ পয়েন্টে অবস্থান করছে। বাজারে লেনদেন হওয়া কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ১৫৬টির, কমেছে ৬৬টির এবং ২২টি কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে।

এ বাজারে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৩২ কোটি ৫৬ লাখ ৯২ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিল ২৬ কোটি ৮৫ লাখ ১৫ হাজার টাকা। তার আগের দিন লেনদেন হয়েছিলো ২৫ কোটি ৭২ লাখ ৭৬ হাজার টাকার।

বাংলাদেশ সময়: ১৬৪১ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১৮
এমএফআই/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।